সুনীত হালদার, হাওড়া: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে রাতের অন্ধকারে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা। বেধড়ক মারধর বাড়ির মহিলাদের। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে ডোমজুড়ের বানিয়াড়াতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ (Police)।


প্রার্থী পছন্দ না হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস কর্মী পিয়া শেখ বেগড়ি গ্রাম পঞ্চায়েতের ২৯৬ নম্বর অংশের নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে লড়ছেন। গতকাল গভীর রাতে ১০০ জনের বেশি তৃণমূল কংগ্রেস কর্মী (TMC Worker) পিয়া শেখের বাপের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা বাড়ির দরজায় এবং দোকানের গেটে লাথি মারে। বড় বড় ইট মারে বাড়িতে। বাড়ির মহিলারা বেরিয়ে এলে তৃণমূল কর্মীরা তাঁদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের চোটে মাথা ফেটে যায় এক মহিলার। তাঁকে আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ অবধি পাওয়া খবরে, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 


ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্দল প্রার্থীর পরিবারের লোকের অভিযোগ, তাঁরা আগে তৃণমূল কংগ্রেস (TMC) করতেন। কিন্তু এবারে প্রার্থী পছন্দ না হওয়ার কারণে তাঁরা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁতেই তৃণমূল কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। তবে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, গতকাল রাতে হেলমেট পড়া বহিরাগত কিছু ছেলে প্রার্থীর বাবার বাড়িতে জড়ো হয়। তাঁরা বাইকে বেরিয়ে যাওয়ার সময় গালিগালাজ করে। তাঁরা নির্বাচনে দিনে গন্ডোগোল পাকানোর চেষ্টা করছে। তাই তৃণমূল কর্মীরা, তাঁদের বাড়িতে ঘেরাও করে। আসলে ওই এলাকায় তাঁদের পায়ের মাটি নেই।


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজির হামলা চালানোর অভিযোগ উঠেছিল। ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই এই হাওড়া জেলার মাটিতেই বিজেপি প্রার্থীর গোটা পরিবারকে খুনের হুমকির অভিযোগ উঠেছিল। এই ঘটনায় ওই প্রার্থী সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন, 'তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।' পঞ্চায়েত ভোটের যতদিন এগিয়ে আসছে, ততই একের পর এক অভিযোগ উঠেছে। কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাতিক্রমী ছবিও উঠে এসেছে। যেখানে দেখা গিয়েছে,বিরোধীদের বাড়িতে প্রচারে গিয়ে, নিজের দলের কেউ যদি অন্যায় কাজ করে থাকে, তাই খোদ দলের তরফে ক্ষমা চেয়েছেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী শুকুর আলি।