আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, পঞ্চায়েত অনেকটা ফ্যামিলি ব্যাটেলের মতো হয়ে যায়। একই পরিবার থেকে অনেকে দাঁড়িয়ে যায়। একটা মৃত্যুও খারাপ। আমি এই জন্য অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে।
বোমা, গুলি, রক্তপাত এবং সর্বোপরি ৩৯ দিনে ৫৫ জনের মৃত্যু। যা দেখে অনেকে বলছেন, আঠেরোকেও ছাপিয়ে গেছে তেইশ। এ নিয়ে বিভিন্ন মহলে যখন সমালোচনার ঝড় বইছে, তখন মুখ্য়মন্ত্রীর মুখে শোনা গেল অরাজনৈতিক পঞ্চায়েতের কথা! বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, পঞ্চায়েত অনেকটা ফ্যামিলি ব্যাটলের মতো হয়ে যায়। একই পরিবার থেকে অনেকে দাঁড়িয়ে যায়। একটা মৃত্যুও খারাপ। আমি কোনও মৃত্য়ু পছন্দ করি না। আমি এই জন্য অরাজনৈতিক পঞ্চায়েতের পক্ষে। কিন্তু আমি তো একা সিদ্ধান্ত নিতে পারি না। অরাজনৈতিক পঞ্চায়েত হল যেখানে লড়াই হয় রাজনৈতিক প্রতীক ছাড়া। কর্ণাটক-সহ দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য়ে বরাবরই রাজনৈতিক প্রতীক ছাড়া পঞ্চায়েত ভোট (Panchayat Election) হয়। এ রাজ্য়ে কখনও তা হয়নি।
অরাজনৈতিক পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) করতে গেলে, বিল এনে বর্তমান ব্য়বস্থা পরিবর্তন করতে হবে। এ রাজ্য়ে অরাজনৈতিক পঞ্চায়েতের প্রস্তাব প্রথম এসেছিল সাতের দশকে। ১৯৭৮ সালে প্রফুল্ল সেন প্রতীকহীন নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, তখন তাতে রাজি হয়নি বামেরা। এবার এনিয়ে কী হবে? মুখ্য়মন্ত্রীর (CM Mamata Banerjee) প্রস্তাব নিয়ে কি সরকার এগোবে? সেটাই দেখার।
মুখ্যমন্ত্রীর বক্তব্য: পঞ্চায়েত ভোটের আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এই পরিস্থিতিতে নাম না করে দলীয় বিধায়ককে কড়া বার্তা দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, রেজিনগরে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না। অন্যদিকে নন্দীগ্রামে বিধানসভা ভোটের ফলপ্রকাশের ২ বছরেরও বেশি সময় পার। এরপরও বিধানসভায় সেই নন্দীগ্রামের ফলাফল নিয়েই একে অপরকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। আলো নিভিয়ে তাঁকে হারানো হয়েছে বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন