সত্যজিৎ বৈদ্য, কলকাতা: বোর্ড গঠনের জন্য অপহরণ করা হয়েছে বিরোধী দলের জয়ী প্রার্থীদের। এমনই অভিযোগ উঠল খোদ কলকাতার বুকে। পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হাসপাতালের কাছে গেস্ট হাউস থেকে অপহরণ করার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বিজেপির (BJP) ৩ জয়ী প্রার্থী এবং এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে। 


রাতেই সিপিআইএমের (CPIM) নেতা কান্তি গঙ্গোপাধ্যায় (Kanti Ganguly) পঞ্চসায়ার  থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে। সিপিআইএম পায় ৩টি। বিজেপি ৬টি ও  নির্দল পায় ২ টি আসন।  তৃণমূল কংগ্রেস বোর্ড গঠনের জন্য জোর করে বিরোধীদের চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। সেই চাপের ভয়ে মাথা নত না করে মঙ্গলবার রাতে পঞ্চসায়ার থানা এলাকার গেস্ট হাউসে আশ্রয় নেয় শাসক বিরোধী জয়ী প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে সেই গেস্ট হাউস থেকেই বিজেপির তিন জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করে তৃণমূল। এমনটিই অভিযোগ। ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরের ঘটনা। হুমকি, প্রলোভন দেখিয়ে দলবদলের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। তাঁরাই বাঁচতে বাইপাস সংলগ্ন পিয়ারলেসের কাছে গেস্ট হাউসে ছিলেন বলে দাবি। গভীর রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বোর্ড গঠনের জন্য চার সদস্যকে দরকার। তাই চার জনকে অপহরণ করা হয়েছে বলে দাবি। 


সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, 'রায়দিঘি বিধানসভা এলাকার ভিতরে ২টি গ্রাম পঞ্চায়েতে বামেরা সংখ্যাগরিষ্ঠ। ৪টি পঞ্চায়েত ত্রিশঙ্কু। গেস্ট হাউসে যাঁরা ছিলেন,তাঁরা বলছেন রাতে চারটি গাড়ি নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূলের কয়েকজন এসে তুলে নিয়ে গিয়েছে। কোথায় রয়েছেন তা জানা যায়নি।' 


জয়ী নির্দল প্রার্থী পারমিতা প্রামাণিক বলেন, 'গেস্ট হাউসে ছিলাম নিরাপত্তার জন্য। ছোট বাচ্চা ছিল, তাঁকে খাইয়ে অন্য জায়গায় ছিলাম। তখন প্রাক্তন প্রধান বাপি এসে তুলে নিয়ে যায়। আমরা ছাদে লুকিয়ে ছিলাম। তাই ধরতে পারেনি।' 


কেউ আসতে চাইলে আসতেই পারেন, কাউকে অপহরণ করা হয়নি, দাবি তৃণমূলের। 'বিয়ে আছে বলে দিনদশেকের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। রাতে ৩-৪টি গাড়ি চেপে কয়েকজন আসেন, জোর করে এদের তুলে নিয়ে যাওয়া হয়', চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গিয়েছে, দাবি বাড়ির মালিকের। এর আগে পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে নানা অভিযোগ উঠেছে। কখনও বিরোধী প্রার্থীদের জোর করিয়ে দলবদল করানোর অভিযোগ উঠেছে। কখনও আবার প্রলোভন দেখিয়ে দল বদলানোর দাবি করা হয়েছে। কিন্তু এবার সরাসরি অপহরণের অভিযোগ।

আরও পড়ুন: কলকাতা ছাড়িয়ে জেলাতেও ডেঙ্গির দাপট, মোকাবিলায় দফায় দফায় বৈঠকে একগুচ্ছ পদক্ষেপ