কলকাতা : কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এদিন সাত সকালে লাউডন স্ট্রিটে আই প্য়াক কর্ণধারের বাড়ি ও সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে একযোগে অভিযান চালায় ইডির তদন্তকারীরা। আর তল্লাশি চলাকালীন দুই জায়গাতেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নিজেই নথি হাতে বেরিয়ে এলেন। কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নথি নিয়ে এসে গাড়িতে তুললেন। এবার এই ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম।
আরও পড়ুন, 'IPAC-র জন্য মুখ্যমন্ত্রীর এত মাথাব্যথা কেন, নিশ্চয়ই কোনও রহস্য আছে' ! মন্তব্য অধীরের
তিনি বলেন, দেখলাম গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আমরা বার করেছিলাম সঙ্গে সঙ্গে, দেখলাম যে কলকাতা পুলিশের কাজ হচ্ছে , নাম্বার প্লেটকে ঢাকছে। আর মিডিয়াতে দেখাচ্ছে, মুখ্যমন্ত্রী গেলেন, মুখ্যমন্ত্রীর গাড়িতে সব, ওই ফাইলগুলি লোপাটের চেষ্টা করা হচ্ছে। ..ক্যামেরাগুলি দূর হতেই আমি দেখলাম নাম্বারগুলি। সঙ্গে সঙ্গে নাম্বারের আইডি পাওয়া গেল। এটা হচ্ছে AITC-র ২০২৩ এর ফেব্রুয়ারিতে কেনা গাড়ি। তৃণমূলের যে অফিস, সেখান থেকেই ওটা কসবায় রেজিস্ট্রি করা হয়েছে। তাহলে সেই গাড়িকে কেন পুলিশের গোটা বাহিনী পাহারা দিচ্ছিল ? '
সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ED-র টিম। সকাল ৭টা ১০ নাগাদ ED-র আরও একটি টিম লউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়। সকাল ১১টা ৫৫ প্রতীক জৈনের আবাসনে আসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর ৫ মিনিটের মধ্যে বেলা ১২টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের আবাসনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। প্রায় ১৮ মিনিট পর হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,আমাদের দলের সব হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা, দলের রণকৌশল, দলের পরিকল্পনা হাতাতেই ED-র এই হানা। এটাই কি ED এবং অমিত শাহর কর্তব্য? জঘন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই আমার হার্ডডিস্ক, দেখুন, এই হল ফোন, হার্ড ডিস্ক, এই সব সংগ্রহ করছিল। তারা (ED) ইতিমধ্যেই সেক্টর ফাইভে আমার IT অফিসে আক্রমণ চালিয়েছে। আমি সেখানেও যাচ্ছি। '
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, I PAC কি পার্টি অফিস নাকি? I PAC একটা কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম বিজেপি কেন যে কোনও লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন। ' এরপরই সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণের মধ্যেই সামনে আসে এই ছবি।