ED-র I-PAC অভিযান ঘিরে রাজনীতির আঁচে ফুটছে ভোটমুখী রাজ্য। এরই মধ্যে প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে ফাইল আনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বললেন, ' আমি যা করেছি তৃণমূলের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি। খুন করতে এসেছ, আত্মরক্ষার অধিকার আমার আছে। তুমি সব ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, আইপ্যাককে অথরাইজড করেছি। আইপ্যাকের ডেটা চুরি করছিলে ৬টা থেকে গেছিলে। ১১টয় আমি গেছি। ততক্ষণে কিছু রেখেছ? প্রতীককে ফোন করে পাইনি। তাই গেছি।'

Continues below advertisement

মানুষ কী ভাবছে, কী চাইছে - সব কিছুর প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ জনতার মতামত জানতে চায়। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে  দর্শকরা কী বলছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ।  তেমনই কিছু গুরুত্ব প্রশ্ন রাখা হয়েছিল আগামী আই-প্যাকে ইডি অভিযান ও তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার বিষয়ে । তাতে মানুষ কী ভাবছে , তার একটা চিত্র উঠে এল।  1. 'কোনও অন্যায় করিনি।' ED-র তল্লাশি চলাকালীন আই প্য়াকের কর্ণধারের বাড়ি থেকে ফাইল আনা প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর মতকে আপনি সমর্থন করেন?

হ্য়াঁ   32না   68

Continues below advertisement

2. হাওয়ালার মাধ্য়মে আই প্যাকে টাকা ঢুকেছে, দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার দাবির সারবত্তা আছে বলে আপনি মনে করেন?

হ্য়াঁ   84না    13বলতে পারব না   3

3. ইডির তল্লাশি, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 'বাধা'। ভোটের আগে পুরোটাই তৃণমূল-বিজেপির রাজনৈতিক নাটক বলে বাম-কংগ্রেস মনে করছে। আপনি একমত?

হ্য়াঁ  61না   36বলতে পারব না  3

4. শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, ' কয়লার টাকা অমিত শাহ খায়। গদ্দারের থ্রু তে টাকা যায়। গদ্দার অ্যাডপটেড সন। সঙ্গে আছেন এক জগন্নাথ। পুরীর নয়, ডাকাত জগন্নাথ। তার কাছ থেকে গদ্দারের কাছে, গদ্দারের কাছ থেকে অমিত শাহ। সব পেন ড্রাইভে আছে, সব ফাঁস করে দেব। ' কয়লার টাকা যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। এই অভিযোগ কি আপনি সত্যি বলে মনে করেন?

হ্য়াঁ   19না   80বলতে পারব না   1