কলকাতা: 'রাজ্য়ের আইএএস-আইপিএস অফিসারদের দুর্নীতি মুক্ত থাকা উচিত', মন্তব্য রাজ্যপালের। সর্দার বল্লভভাই প্য়াটেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে সর্দার প্য়াটেলের সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য় সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)।


 ফের তলব আইএএস জ্যোতিষ্মানকে


 নাম না করলেও, ইতিমধ্যেই পুর নিয়োগ দুর্নীতি ( Municipal Recruitment Scam) নাম জড়িয়েছে রাজ্যের এক আইএএস অফিসারের। গতকালই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। জানা গিয়েছে, প্রথম দফায় জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের আবাসনে ওই আইএএসের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, আগামীকাল ফের তলব করা হয়েছে আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে।


পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে একাধিক হেভিওয়েট


প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে একের পর এক হেভিওয়েট। সম্প্রতি কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে ED। সিজিও কমপ্লেক্সে সম্প্রতি হাজিরা দিতে বলা হয়েছিল তৃণমূল পুরপ্রধানকে। সকাল থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলে সেই জিজ্ঞাসাবাদ পর্ব। এর আগে ৫ অক্টোবর, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একযোগে ১৪টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ED। কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহার বাড়িতে ১৩ ঘণ্টা ধরে চালানো হয় তল্লাশি। 


পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও হানা






 


 

ED-র দাবি, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথি খতিয়ে দেখে রথীন ঘোষের নাম বারবার উঠে এসেছে। ২০১৪-২০১৮ পর্যন্ত পুরসভায় নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেই এই অভিযান। টাকা কাদের কাছে পৌঁছেছে, কীভাবে পৌঁছেছে, সেই মানি ট্রেল খুঁজে বের করাই ED-র উদ্দেশ্য। ৮০ জন ED অফিসারকে একাধিক দলে ভাগ করে ভোর থেকে চালানো হয়েছিল ম্যারাথন তল্লাশি।