সুজিত মণ্ডল, নদিয়া:আমদাবাদে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final)। দুপুর থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার (IND Vs AUS) টক্কর। আর বিশ্বকাপের (World Cup 2023) ট্রফি দেখা গেল নদিয়ায়। ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ঠিকই, তবে আসল নয়। অনেকটাই কাছাকাছি। হুবহু বিশ্বকাপ ট্রফি বানিয়ে তাক লাগালেন রাণাঘাটের বাসিন্দা আনন্দ মালাকার। এই ট্রফি তিনি তুলে দিতে চান তাঁর পছন্দের ভারতীয় ক্রিকেটারকে। আনন্দবাবুর সবচেয়ে পছন্দের ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)


এটাই নতুন নয়। প্রত্যেক বিশ্বকাপে ট্রফির হুবহু নকল একটি ট্রফি বানান আনন্দ মালাকার। বছর ৫৪-এর আনন্দ মালাকারের এটা নেশা। তাই এবারও কোনও ব্যতিক্রম হয়নি নদিয়ার রাণাঘাটের এই বাসিন্দার। তিনি পেশায় একজন ঝালাইয়ের কারিগর। আশির দশক থেকে ঝালাইয়ের কাজ শুরু করেছেন তিনি। ১৯৮৫ সাল থেকে কাজ করে আসছেন তিনি। কিন্তু ট্রফি তৈরি শুরু করেছেন তারও অনেকটা পরে। ২০০৩ সাল থেকে। ওই বছর থেকেই বিশ্বকাপের ট্রফির নকল তৈরি করা শুরু করেছেন তিনি। সেবারই প্রথম ক্রিকেট বিশ্বকাপের ট্রফির নকল তৈরি করেন। এগুলি কেনার সুযোগও রয়েছে। কোনও ক্লাব বা সংগঠন যদি চায় তা কিনে নিতে পারেন। কোনও ক্রিকেটপ্রেমী যদি ব্যক্তিগত সংগ্রহে রাখতে চান, তাহলেও কিনে নিতে পারেন সেই ট্রফি।                      


পেশা ঝালাইয়ের কাজ হলেও তাঁর নেশা ক্রিকেট। তাই কাজের মাধ্যমেই খেলার প্রতি তার ভালবাসাকে ছুঁতে চেয়েছেন আনন্দ মালাকার। এর জন্য প্রতিদিনের কাজের সময় থেকে বাঁচিয়ে একটু একটু করে গড়ে তুলেছেন নকল ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে নকল এই ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। এই ট্রফির রেপ্লিকা বানাতে তাঁর সময় লেগেছে টানা দেড় দিন। কাজের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের প্রতি জানিয়েছেন শুভেচ্ছাও। তাঁর আশা, এই বছর ক্রিকেট বিশ্বকাপ জিতবে ভারতই। দলের মধ্যে মহম্মদ শামি তাঁর সবচেয়ে পছন্দের খেলোয়াড়। তাই এবার এই ট্রফি তিনি বিক্রির জন্য রাখছেন না। মহম্মদ শামির হাতেই এই ট্রফি তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। ভবিষ্যতে সময়-সুযোগ করে সেই কাজটিও করে ফেলার ইচ্ছে রয়েছে তাঁর।          


আরও পড়ুন: আমদাবাদে ফাইনাল হলেও গোটা দেশের মতো কলকাতাও কাঁপছে বিশ্বকাপ-জ্বরে