Dhoom Director: প্রয়াত 'ধুম' (Dhoom) ছবির পরিচালক সঞ্জয় গাধভি (Sanjay Gadhvi)। যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) 'ধুম' ফ্র্যাঞ্চাইজির আরও একটি ছবি 'ধুম ২'-ও (Dhoom 2) পরিচালনা করেছিলেন তিনিই। নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন পরিচালক। এমনটাই জানিয়েছেন সঞ্জয়ের বড় মেয়ে সঞ্জিনা। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৫৬ বছর। সূত্রের খবর, পরিবারের তরফে অনুমান করা হচ্ছে সম্ভবত হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। যদিও তাঁর কন্যা জানিয়েছেন, সুস্থ-সবলই ছিলেন পরিচালক। আগামী ২২ নভেম্বর ছিল সঞ্জয়ের জন্মদিন। তার মাত্র তিনদিন আগেই প্রয়াত হয়েছেন পরিচালক। এভাবে আচমকা পরিচালকের প্রয়াণে শোকের ছায়া বলিউডে। সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। 



পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। এক্স হ্যান্ডেলে একটি পোস্টও শেয়ার করেছে তারা। যশ রাজ ফিল্মসের ব্যানারে ২০০৪ সালে 'ধুম' ছবির পরিচালনা করেন সঞ্জয়। এর দু'বছরের মাথাতেই আসেই সিনেমার সিক্যুয়েল 'ধুম ২'। এই ছবির পরিচালনার দায়িত্বেও ছিলেন সঞ্জয়ই। 'ধুম' ফ্র্যাঞ্চাইজি ছাড়াও 'তেরে লিয়ে', 'মেরে ইয়ার কি শাদি হ্যায়', 'অপারেশন পরিন্দে', 'কিডন্যাপ', 'অজব গজব লভ'- এর মতো ছবিও পরিচালনা করেছেন সঞ্জয় গাধভি। 


সূত্রের খবর ১৯ নভেম্বর সকাল ৯টা ৩০মিনিট নাগাদ মৃত্যু হয়েছে পরিচালকের। সংবাদসংস্থা পিটিআইকে সঞ্জয়ের বর মেয়ে সঞ্জিনা জানিয়েছেন, তাঁরা অনুমান করছেন হয়তো হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। ২০০০ সালে পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জয় গাধভি। যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর প্রথম ছবি তৈরি হয়েছিল ২০০২ সালে। ওয়াইআরএফ- এর ব্যানারে 'মেরে ইয়ার কি শাদি হ্যায়' ছবির পরিচালক ছিলেন তিনি। জিমি শেরগিল, উদয় চোপড়া, বিপাশা বসু, টিউলিপ যোশী, শমিতা শেট্টি, সৌরভ শুক্লা-সহ একঝাঁক নামিদামি শিল্পীকে অভিনয় করতে দেখা গিয়েছিল এই ছবিতে। এরপর 'ধুম' এবং 'ধুম ২' ছবিতেই একাধিক জনপ্রিয় তারকাকে সঙ্গে নিয়ে কাজ করেছেন এই পরিচালক। 






আরও পড়ুন- পরিবারে বাড়ছে তিক্ততা? আদরের নাতনি আরাধ্যার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা নেই বিগ বি-র!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y