পূর্ণেন্দু সিংহ ও প্রদ্যোৎ সরকার, বাঁকুড়া ও নদিয়া : নেই স্কুলবাড়ি, নেই রান্নার জায়গা। ১০ বছরেরও বেশি সময় ধরে খোলা আকাশের নীচে চলছে বাঁকুড়ার (Bankura) শালডাঙ্গামোড় আদিবাসী পাড়ার আইসিডিএস কেন্দ্র (ICDS Centre)। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সমস্যার কথা মেনে নিয়েছেন সিডিপিও। অন্যদিকে, নদিয়ার (Nadia) পলাশিপাড়ায় চালে পোকা থাকার অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ আইসিডিএস কেন্দ্রে।


'অঙ্গনে' অভিযোগের তির 


কোথাও মাথার ওপর খোলা আকাশ। কোথাও শিশুদের জন্য বরাদ্দ চালে পোকা। শিক্ষার অঙ্গনে ফের অভিযোগের তির। অব্যাহত ক্ষোভ-বিক্ষোভ। ঝোপের ওপর টাঙানো ফেস্টুনে লেখা, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। না হলে বোঝার উপায় নেই, এটি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র।


বাঁকুড়ার রাইপুর ব্লকের শালডাঙ্গামোড় আদিবাসী পাড়ার আইসিডিএস কেন্দ্র চলছে খোলা আকাশের নিচে। কোনও স্কুলবাড়ি নেই। অভিযোগ, ১০ বছরেরো বেশি সময় ধরে, খোলা আকাশের নীচে চলছে রান্না, পড়াশোনা। 


আগেও একাধিক 'ঘটনা'


এর আগে বিভিন্ন জায়গায় ঘটেছে নানা অঘটন। কখনও ময়ূরেশ্বরে মিড ডে মিলে ডালের বালতির মধ্যে পড়েছে সাপ। কখনও চাঁচলে উঠেছে মজুত চালে মরা টিকটিকি ও ইঁদুর মেলার অভিযোগ। আবার কখনও পাঁশকুড়ায় অভিযোগ উঠেছে, মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি পড়ার। চন্দ্রকোণার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলেছে আরশোলাও। এই পরিস্থিতিতে খোলা আকাশের নীছে ভয়ে ভয়ে রান্না করেন রাইপুরের আইসিডিএস কর্মী। সমস্যার কথা স্বীকার করেছেন রাইপুরের চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসার। যে ঘটনা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক চাপানউতোর। 


নদিয়ায় চালে পোকা 


অন্যদিকে, ICDS কেন্দ্রে শিশুদের খাবারের জন্য় বরাদদ চালে পোকা থাকার অভিযোগে উঠেছে নদিয়ার পলাশিপাড়ায়। বড় নলদহ হাটতলায় ৩৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে ঠিকমতো শিশুদের খাবার দেওয়া হয় না। চালে পোকা থাকার অভিযোগ স্বীকার করে নিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনচার্জ।


এদিকে, স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, কুলতলিতে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। মিড ডে মিলে মাংস ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু ছাত্রছাত্রী, দাবি অভিভাবকদের। অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। এই প্রথমবার নয়। মিড ডে মিল নিয়ে একাধিকবার নানা বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি যেমন মালদার লক্ষ্মীপুর কলোনিতে স্কুলে শিক্ষকদের পাতে পড়ে চিকেনের লেগপিস আর সরু চালের ভাত। পড়ুয়াদের জন্য ভাত হয় মোটা চালের আর তরকারি হয় ছাঁট মাংস দিয়ে, এমন অভিযোগ উঠেছিল। যা নিয়ে  বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের মধ্যেই তালা বন্ধ করে রাখা হয়েছিল শিক্ষকদের।        


আরও পড়ুন- নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু স্কুলের পড়ুয়াদের খেয়াল রাখছেন তো ? সরকারি শিক্ষকদের প্রশ্ন বিচারপতির