কলকাতা: ICSE ও ISC-র চূড়ান্ত সিমেস্টারের নির্ঘণ্ট ঘোষণা করল কাউন্সিল। ২৫ এপ্রিল থেকে শুরু হবে ICSE-র চূড়ান্ত সিমেস্টারের পরীক্ষা। চলবে ২০ মে পর্যন্ত। অন্যদিকে ISC-র চূড়ান্ত সিমেস্টার শুরু হবে ২৫ এপ্রিল। পরীক্ষা চলবে ৬ জুন পর্যন্ত।
আগেই জানানো হয়েছিল এপ্রিলের (April) শেষ সপ্তাহেই হবে আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC)-র ফাইনাল সেমিস্টার। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে যে সিমেস্টার শুরু হবে তার পরীক্ষাসূচি শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছিল বোর্ড। সেইমতোই আজ ঘোষণা হল নির্ঘণ্ট। ‘সিলেবাস শেষ না হলে আইসিএসই ও আইএসসি-র প্রাক বোর্ড পরীক্ষা নয়। প্রাক বোর্ড পরীক্ষা করা যেতে পারে মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে। সিলেবাস শেষ না হলে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, জানায় আইসিএসই কাউন্সিল। উল্লেখ্য, সিবিএসই দ্বিতীয় সিমেস্টারের দিন ঘোষণা করেছে।
উল্লেখ্য, ২০২২ সালের সিবিএসই-আইসিএসই-এর অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বোর্ড পরীক্ষা নিয়ে এই রায় দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ। CBSE টার্ম 1 এর পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। গত বছর থেকে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে তা বিবেচনা করেই সিদ্ধান্ত। বিচারপতি খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে যে আবেদনগুলির কোনও ভিত্তি নেই। আরও বলা হয়। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে আগামীতে।
আরও পড়ুন: Covid19 Cases in India: দ্রুতগতিতে কমছে কোভিড-গ্রাফ, স্বস্তির বার্তা স্বাস্থ্যমন্ত্রকের
অফলাইন পরীক্ষার বাতিলের আবেদন জানিয়েছিল পরীক্ষার্থীদের একাংশ। এই সংক্রান্ত মামলার আবেদনের শুনানিতে বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বে সুপ্রিম বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। এর আগে ২০২১ সালে যখন অফলাইন পরীক্ষার বিরোধিতা করে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার শুনানিও হয়েছিল বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চে।
বোর্ড পরীক্ষার বিষয়ে মোট ১৫ রাজ্যের কয়েকশো পড়ুয়া একটি আবেদন জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনে বলা হয়েছিল, অফলাইন পরীক্ষার পরিবর্তে একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করা হোক। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অফলাইনের পরিবর্তে বর্তমানে অনলাইনেই পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য তাঁরা। এমনকী দেশে যেহেতু এখনও করোনা সংক্রমণ রয়েছে তাই এই অবস্থায় অফলাইনে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, সেই দায় কে নেবে তা নিয়েও আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে।