নয়াদিল্লি: কোভিড নিয়ে সুখবর দিল ভারতের স্বাস্থ্য মন্ত্রক। দেশে দ্রুতগতিতে সংক্রমণ কমছে বলে জানালেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। এখন দেশে সপ্তাহে আক্রান্ত গড়ে এগারো হাজার বেল জানিয়েছেন তাঁরা।


স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম স্বাস্থ্যসচিব লভ আগরওয়াল জানান, বেশ কিছুদিন ধরেই টানা কমছে দেশের কোভিড আক্রান্তের সংখ্যা। এখন সারা বিশ্বে যত কোভিড সংক্রমণ হচ্ছে, তার মাত্র ০.৭ শতাংশ আক্রান্ত রয়েছেন ভারতে। 
শুধুমাত্র আক্রান্তের সংখ্যাই নয়, কোভিড মৃত্যুর সংখ্যাতেও আশ্বাস মিলছে। প্রতিদিনই কমছে কোভিড মৃত্যুর সংখ্যাও। ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ৬১৫ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই সংখ্যাটা কোভিড শীর্ষে থাকার তুলনায় প্রায় ৭৭ শতাংশ কম। 


দেশে সার্বিকভাবে কোভিড কমায় রাজ্যভিত্তিক পরিসংখ্যানও তুলনায় অনেকটাই আশা জাগিয়েছে। এখন দেশে মাত্র তিনটি রাজ্যেই কোভিডের কিছুটা প্রকোপ রয়েছে। সেই তিনটি রাজ্য হল কেরল, মহারাষ্ট্র এবং মিজোরাম। এই তিনটি রাজ্য থেকেই দেশের মোট আক্রান্তের ৫০ শতাংশ রয়েছেন। এখন ভারতে মাত্র একটি রাজ্যে অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা দশ হাজারের উপরে। দুটি মাত্র রাজ্যে এখন কোভিডের অ্যাক্টিভ কেস রয়েছে ৫ থেকে ১০ হাজারের মধ্যে, জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। 


বিশ্বের যা ছবি, তার তুলনায় অনেকটাই ভাল রয়েছে ভারতের কোভিড পরিস্থিতির ছবিটা। নতুন করে কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা সারা বিশ্বে কমেছে ৫৫ শতাংশের একটু উপরে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে সেটা ৯৬.৪ শতাংশ। বিশ্বের তুলনায় ভারতেও অনেকটাই কম কোভিড মৃত্যুর হারও। যা অনেকটাই স্বস্তি দিয়েছে ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক মহলে।   


যদিও বিশ্বের অনেক জায়গাতেই বাড়ছে কোভিড সংক্রমণ। একাধিক দেশে যা পরিস্থিতি তাতে দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধবমুখী বলা যায়। জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।


আরও পড়ুন: দেশের কোভিড-গ্রাফে স্বস্তি, ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু