নয়াদিল্লি: পা মুড়তে সমস্যা হয়। মুড়তে গেলেই প্রবল ব্যথা। এমনই নানা অসুবিধের সম্মুখীন হন অস্টিওআর্থারাইটিসের রোগীরা। অনেক সময় চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেন রোগীরা। নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, অস্টিওআর্থারাইটিসের (Osteoarthritis) প্রকোপ সারা বিশ্বজুড়ে রয়েছে। সম্প্রতি কিছু দশকে বিশ্বজুড়ে অন্যতম রোগ হিসেবে দেখা গিয়েছে এটিকে। সাধারণত বয়স্কদের এই সমস্যা দেখা যায়। কিন্তু ইদানিং দেখা গিয়েছে, কুড়ি থেকে তিরিশ বছর বয়সীদেরও অস্টিওআর্থারাইটিস দেখা যাচ্ছে।


আমেরিকান কলেজ অফ রিউম্যাটোলজির ( American College of Rheumatology) অফিশিয়াল জার্নাল আর্থারাইটিস এবং রিউম্যাটোলজি-তে(Arthritis & Rheumatology) ওই গবেষণাপত্রটি বেরিয়েছে। ১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বব্যাপী তথ্য নিয়ে গবেষণা করা হয়েছে।


গবেষণায় উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। ১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে, এই কয়েক বছরে বিশ্বজুড়ে অস্টিওআর্থারাইটিসের সমস্যা বেড়েছে ১১৩ গুণেরও বেশি। বিভিন্ন তথ্যে ধরা পড়েছে হাঁটু, হিপ জয়েন্ট এবং শরীরে নানা গাঁটে এই ধরনের আর্থারাইটিসের সমস্যা আগের তুলনায় বেড়েছে। তবে অস্টিওআর্থারাইটিসের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের মধ্যে অধিকাংশেরই সমস্যা রয়েছে হাঁটু নিয়ে।


আশঙ্কা রয়েছে মহিলাদের ক্ষেত্রেও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। তবে বিশ্বের নানা দেশের ক্ষেত্রে ছবিটা আলাদা আলাদা।


গবেষক দলে তরফে জানানো হয়েছে, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই বেড়েছে এই রোগের প্রকোপ। তার সঙ্গে স্থূলতা (obesity) এবং আরও কিছু সমস্যার কারণেও বাড়ছে অস্টিওআর্থারাইটিসের (Osteoarthritis) প্রকোপ। 


বেশ কিছু বিষয়ে সচেতনতা অবলম্বন করলে এই সমস্যা এড়ানো যেতে পারে। এমনটা জানিয়েছেন গবেষকরা। যার মধ্যে প্রধান হল ওজন বৃদ্ধি না করা এবং স্থূলতা বা ওবেসিটি এড়ানো। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন বওয়ার অভ্যাস থাকলেও অস্টিওআর্থারাইটিসের সম্ভাবনা বাড়ে। এটা না করলে দূরে ঠেকানো যাবে এই রোগ। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে শরীরচর্চা করলেও ঠেকানো যেতে পারে গুরুতর সমস্যা।       


আরও পড়ুন: ১৬ ঘণ্টায় ১০৭টি চোখের অস্ত্রোপচার, চমক উত্তরপ্রদেশের ডাক্তারের