কলকাতা: ‘একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন হবে। দোষ প্রমাণিত হলে শাস্তি হবে।’ ইডির (Enforcement Directorate) হানা প্রসঙ্গে বুধবার এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ? ভোর রাতে কেন হানা?’ এদিন এ নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর, বুধবার কেন্দ্রীয় এজেন্সির (ED) ভূমিকা নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মোদি সরকারকেও চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। যদিও, বিজেপি তাতে গুরুত্ব দিতে নারাজ। বুধবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আর্থিক তছরুপ মামলায় ইডি গ্রেফতার করতেই পারে। আর তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর এদিনই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে আক্রমণ করলেন মোদি সরকারকেও।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর, তিনদিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও ফের গোটা ঘটনা থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেন তিনি। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরাও।
দোষী প্রমাণিত হওয়ার পর, যাবজ্জীবন: নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দু’দিন পর, এ নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, দোষী প্রমাণিত হওয়ার পর, যাবজ্জীবন কারাদণ্ড দিলেও তিনি কিছু মনে করবেন না। যা শুনে, বিজেপির পাল্টা কটাক্ষ, পার্থ চট্টোপাধ্যায়দের আদতে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন তৃণমূলনেত্রী। প্রাথমিক থেকে নবম-দশম, কিংবা একাদশ-দ্বাদশ। সব ক্ষেত্রেই দুর্নীতির পাশাপাশি স্বজনপোষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, অনেক নেতার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা চাকরি পেয়েছেন। নাম না করে এই প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর, মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
আরও পড়ুন: TMC Muri GST Protest : 'একথালা মুড়ি খাব...মুড়িতেও জিএসটি' আজ সংসদ ভবনে ধর্না বিক্ষোভ TMC র