কলকাতা : পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) ইস্যুতে প্রথম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) বলে আসছেন, কারও অন্যায় প্রমাণিত হলে অবশ্যই শাস্তি হবে। সেই সঙ্গে অবশ্য কেন্দ্রীয় এজেন্সির বেশ কিছু পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সেই সুর ধরেই এবিপি আনন্দ-র যুক্তি-তক্কো অনুষ্ঠানে দলের মুখপাত্র কুণাল ঘোষ ( Kunal Ghosh ) বললেন, 'যদি পার্থ দা দোষ করে থাকেন, যদি ওই টাকার সঙ্গে তাঁর সম্পর্ক থেকে থাকে, তাহলে তিনি উচ্ছন্নে যান'। কিন্তু তারপরও সবার সামনে তুলে ধরলেন একটি ঘটনার কথা, যা কার্যত চমকে দিল এদিন অনুষ্ঠানের সব শ্রোতাকে। কুণাল ঘোষের তির ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড-র ( Jagdeep Dhankhar ) দিকে।
কুণাল বলেন, সম্প্রতি বিদায়ী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তিনিও। তখন নানা বিষয়ে কথোপকথনের মাঝেই জগদীপ ধনকড় বলেন, বিভিন্ন সময় তৃণমূলের অনেকেই তাঁকে আক্রমণ করেছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নাকি আক্রমণ করেছেন, তাঁর স্ত্রীকে , যিনি কখনও রাজ্যের বা কোনও রাজনীতিকের বিষয়ে কোনও কথা বলেন না। অথচ তাঁর সম্পর্কে নাকি অবমাননাকর মন্তব্য করেছেন পার্থ, তাই তাঁকে তিনি ছাড়বেন না ! এই বক্তব্যে নাকি অনড় ছিলেন তিনি।
আরও পড়ুন :
রাজডাঙায় 'ভুয়ো ঠিকানা'য় সংস্থা চালাতেন অর্পিতা? চাঞ্চল্যকর অভিযোগ EDর তল্লাশি চলাকালীন
কুণালের বক্তব্য অনুসারে, প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, ব্রাত্য বসু, শশী পাঁজাও। তাঁরা সকলেই ধনকড়কে বোঝানোর চেষ্টা করেন, বিভিন্ন ইস্যুতে রাজ্য-রাজ্যপাল বিরোধিতা হলেও , রাজ্যপালের স্ত্রীকে কখনও আক্রমণ করেননি তাঁরা। তখনও ধনকড় নাকি বলেন, পার্থ চট্টোপাধ্যায় ঠিক সেটাই করেছেন।
সেই সঙ্গে কুণাল ঘোষ পরিষ্কার করে দেন, ধৃত অর্পিতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। বিপুল পরিমাণ ওই টাকাও তৃণমূলের নয়। আর যদি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই টাকার যোগ থেকে থাকে, তবে তাঁকে দল রেয়াত করবে না। কুণালের দাবি, দল কাউকে এই কাজ করতে বলেনি।