পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : সিপিএম, বিজেপি কিছু করেনি। যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ও সিপিএম ভোট চাইতে এলে ঝাঁটা, হাতা, খুন্তি নিয়ে ঝেঁটিয়ে বাড়ির বাইরে বের করে দেবেন। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের এই বিধান দিলেন তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার পুরপ্রধান।


গতকাল বাঁকুড়া ১ নম্বর ব্লকের হেলনা শুশুনিয়া ও ভাতুড়ি গ্রামে যান অলকা সেন মজুমদার। গ্রামবাসীরা ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও আবাস যোজনায় ঘর পাওয়া নিয়ে অভিযোগ জানালে কেন্দ্রের ঘাড়েই দায় চাপান বাঁকুড়া পুরসভার তৃণমূল পুরপ্রধান। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকা অশান্ত করতেই এ ধরনের মন্তব্য। চুরির দায়ে নেতারা গ্রেফতার। তাই দলীয় কর্মীদের চাঙ্গা করতেই তৃণমূল এসব করছে, প্রতিক্রিয়া বামেদের।