সুনীত হালদার, হাওড়া: রাত ১১টার পরেও সাউন্ড বক্স বাজানোর অভিযোগকে কেন্দ্র করে ডোমজুড়ের (Domjur) বানিয়ারাতে একই ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ। সরকারি নির্দেশ অমান্যের প্রতিবাদ করায় ক্লাব সভাপতি-সহ কয়েকজন সদস্যকে মারধরের অভিযোগ। এরপরও মেলেনি রেহাই। অভিযোগ, আহতদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চড়াও হয়ে হামলা চালানো হয়। হাসপাতালের পাশাপাশি ভাঙচুর করা হয় একটি অ্যাম্বুল্যান্স। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন চিকিত্সক, ও স্বাস্থ্য কর্মীরা। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
ঠিক কী ঘটনা ঘটেছিল?
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত এগারোটা নাগাদ ডোমজুড়ের বানিয়ারাতে ঈদ উপলক্ষে স্থানীয় এক ক্লাবে বক্সে গান-বাজনা চলছিল। কিন্তু প্রশাসনের তরফে আগেই নির্দেশিকা দেওয়া হয়েছে যে রাত ১১টা পর্যন্তই উচ্চস্বরে মিউজিক, সাউন্ড বক্স বাজানো যাবে। এরপরে বাজানো যাবে না। কিন্তু ওই ক্লাবের বেশ কিছু সদস্য রাত ১১টার পরও মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে চলেন।
সেই সময় ক্লাবের সভাপতি সহ বেশ কয়েকজন আপত্তি জানায়। তখনই বেশ কিছু যুবক সভাপতিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁকে আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সে চিকিৎসাধীন ছিলেন। এরপর হঠাৎ ডোমজুড়ের কিছু দুষ্কৃতী হাসপাতালে জড়ো হয়ে হামলা চালায়। তারা হাসপাতালের ঘরের দরজা ভেঙে ক্লাব সভাপতিকে বাইরে বের করে বেধড়ক মারধর করে। বাধা দিলে আরও ৩ থেকে ৪ জনকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর দুষ্কৃতীরা চম্পট দেয়। আহতদের মধ্যে একজনকে ম্যাটাডোর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।