কলকাতা: বিকেল গড়াতেই উঠবে ধুলোর ঝড়? বুধরাত সন্ধ্যের পর থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। সকালে হাঁসফাঁস গরম থাকলেও গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় প্রায় মধ্যরাত পর্যন্ত বৃষ্টি চলে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা আছে। হাওয়া অফিসের তরফে হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। ওই ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর।  শুক্রবার পর্যন্ত এমনটাই চলবে বলে জানিয়েছে আলিপুর।

আগামী রবি-সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। এদিকে, বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। সেই তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২২.৪ ডিগ্রি, যা বুধবারের চেয়ে ৫ ডিগ্রি কম।  

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয় বাষ্প জনিত অস্বস্তি থাকবে। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।                   

পূর্বাভাসে বলা হয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিতে সতর্কতা রয়েছে। আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সর্তকতা রয়েছে শুক্রবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত। আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে।