কলকাতা : ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে বর্ষা । কিন্তু তাপপ্রবাহ থেকে নেই রেহাই। দক্ষিবঙ্গে তাপপ্রবাহ নিয়ে বড় বার্তা দিল আবহাওয়া দফতর। বুধবারই দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০° সেলসিয়াস বা তার বেশিও ছুঁতে পারে। স্বাভাবিকের চেয়ে ৫° সেলসিয়াসের বেশি রয়েছে এই জেলাগুলিতে।  দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি স্থানে গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে। 

আবহাওয়ার বড় পূর্বাভাস 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কয়েকটি স্থানে বইবে ঝোড়ো হাওয়া । গতি ৩০-৪০ কিমি প্রতি ঘন্টা। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার এক বা দুটি স্থানে ঝোড়ো হাওয়া (গতি ৫০-৬০ কিমি প্রতি ঘন্টা) বইতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (গতি ৩০-৪০ কিমি/ঘন্টা), বজ্রপাত, হালকা থেকে মাঝারি  হতে পারে। পশ্চিম  বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার এক বা দুটি জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি  হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়ার পরিস্থিতি হতে পারে।

উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া 

শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (গতি ৫০-৬০ কিমি/ঘন্টা), বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে  ঝোড়ো হাওয়া (গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা)বইবে। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা), বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।  

কলকাতার আবহাওয়া

এদিকে কলকাতায় ক্রমশই  উর্ধ্বমুখী হবে পারদ। সকালের দিকে  পরিষ্কার আকাশই থাকবে।  দুপুরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আছে।  ঝড়বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।  গরম ও অস্বস্তি বাড়বে। শুক্রবার থেকে তাপমাত্রা আরো বাড়তে শুরু করবে। উইকএন্ডে  সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।