সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্য, কলকাতা: কয়েকদিন বন্ধ থাকার পর, আজ থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের চালু হল আমদানি-রফতানি। কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে ফের ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য পুনরায় শুরু হল।
সীমান্ত দিয়ে ফের চালু আমদানি রফতানি: সংরক্ষণ-ইস্যুতে আন্দোলনের জেরে অশান্ত বাংলাদেশ। প্রতিবেশী দেশে মৃত্যুমিছিল, বিক্ষোভ, কার্ফু --- এসবের কারণে শনিবার থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্ত এবং কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দর বন্ধ হয়ে গিয়েছিল আমদানি-রফতানি। এদিন সকাল থেকে পুনরায় তা চালু হয়। জানা গিয়েছে, পেট্রাপোল সীমান্ত দিয়ে সকাল ৭টা থেকে শুরু হয়েছে আমদানি রফতানি। এদিন ১১টা থেকে চ্যাংরাবান্ধায় বাণিজ্য শুরু হয়েছে। চলবে বিকেল অবধি। বাণিজ্য বন্ধ থাকার কারণে দশ কোটিরও বেশি টাকার ব্যবসায় ক্ষতি হয়েছে বলে কোচবিহারের ব্যবসায়ীরা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এদিন সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য রফতানির কাজ শুরু হওয়াতে খুশি ব্যবসায়ী মহল। এদিন বাণিজ্য চালুর সময় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের সহ সম্পাদক সান্তু ঘোষ,সদস্য রঞ্জিত ঘোষ,সি এন্ড এফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা,তাপস দাসগুপ্ত,গোপাল সাহা,বাপ্পা ঘোষ প্রমুখ ছিলেন।
সংরক্ষণ-ইস্যু নিয়ে ছাত্র আন্দোলনে অচলাবস্থা বাংলাদেশ। এই পরিস্থিতিতে গত দুদিন ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। যাত্রীদের ভাড়া ফেরত দেওয়া
হবে। কলকাতার নির্দিষ্ট টিকিট কাউন্টার থেকে ভাড়া ফেরত নিতে পারবেন যাত্রীরা। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে ভাড়া ফেরত দেওয়া হলেও, পরবর্তী কালে একই টিকিটে সফরের জন্য় কোনও TDR ইস্যু করা হবে না। গত দুদিনে কলকাতা ও ঢাকার মধ্যে চলাচলকারী ৩টি ট্রেনই বাতিল করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Potato Price Hike: লাফিয়ে বাড়ছে আলুর দাম, মূল্যবৃদ্ধিতে সমস্যায় ক্রেতারা