খাতরা: প্রকাশ্য সভা থেকে ফের বিরোধীদের আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, ৫৯ লক্ষ মানুষের কাজের পয়সা দেয়নি কেন্দ্র। দরিদ্র মানুষকে বঞ্চিত করে রেখেছে। কে, কী খাবে, কে কী পরবে, তা-ও ঠিক করে দেওয়া হচ্ছে। পাগড়িধারীকে খালিস্তানি বলা হচ্ছে। অথচ টিভি চ্যানেল এবং ইউটিউবের মাধ্যমে তাঁর নামেই মিথ্যে ছড়ানো হচ্ছে। (Mamata Banerjee)


বুধবার বাঁকুড়ার খাতড়ায় সভা করেন মমতা। সেখান থেকেই বিরোধীদের নিশানা করেন তিনি। মমতা বলেন, "হিন্দুদের এক নিয়ম রয়েছে, মুসলিমদের এক রকম নিয়ম আছে। কিন্তু ওরা সব নিয়ম ভেঙে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিচ্ছে। বলছে ডিম, মাছ, মাংস খাওয়া যাবে না। মেয়েরা কী জামা পরে স্কুলে যাবে, কে, কী পোশাক পরবে, তা-ও ঠিক করে দেবে ওরা! কৃষকদের সঙ্গে কী হচ্ছে দেখুন। গুলি করে। নির্বাচন এলে কিছু জায়গায় সাজানো নাটক দেখানো হয়।" (Bankura News)


তাঁর নামে মিথ্যা প্রচার করা হয় বলেও দাবি করেন মমতা। তাঁর কথায়, "যত মিথ্যে কথা, ভাঁওতা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে অপপ্রচার করা হয়। যারা কাজ করে, তাদের বিরুদ্ধেই এই অপপ্রচার চলে। আমি এত কাজ করি। কিন্তু আমাকে শুধু গালাগালি দেয়। আমি বলি, তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিছু যায় আসে না। মানুষ যতদিন আমার সঙ্গে থাকবেন, আমি থোড়াই কেয়ার করি। তোমাদের গালাগালিকে।"


আরও পড়ুন: Sheikh Shahjahan Case : 'তার মানে আপনারা জানেন যে শাহজাহান কোথায় আছেন', পুলিশকে প্রশ্ন প্রধান বিচারপতির


সন্দেশখালির ঘটনায় এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। সরাসরি সেই নিয়ে কিছু না বললেও,মমতার বক্তব্য, "সিঙ্গুর, নন্দীগ্রাম, খাতরা, বিষ্ণুপুর, এক এক জায়গার, এক এক রকম চেহারা। কাজেই একটির সঙ্গে আর একটির তুলনা করবেন না। ভুল করে নিজেরা দাঙ্গায় জড়িয়ে পড়বেন না। কোথাও রক্ত ঝরুক, অত্যাচার হোক, চাই না আমি। যারা বড় বড় কথা বলছে, খুলব ভাণ্ডার? অনেক কিছু জমা আছে। আস্তে আস্তে যখন খুলব, দেখবেন, কোনটা ঠিক, কোনটা ভুল।"


মমতা জানান, যেটা ভুল, সেটা ভুলই। ভুলকে কখনও প্রশ্রয় দেন না তিনি। জ্ঞানত কখনও প্রশ্রয় দেননি, আগামী দিনেও দেবেন না। অজান্তে যদি কিছু ঘটে থাকে, তাতেও প্রশ্রয় নেই তাঁর। সব রকম সাহায্য করতে এগিয়ে যাবেন। যারা সব ঘেঁটে দিতে চাইছে, তাদের কথা কানে তোলা উচিত নয়, শান্তি বজায় রাখতে হবে বলে এদিন বার্তা দেন মমতা।'