Kisan Samman Nidhi: প্রতি বছর কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে দেশের কৃষকদের ৬০০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। গত বছর ২০২৩ সালের ১৫ নভেম্বর সেই যোজনার ১৫তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি যোজনার ১৬তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। মূলত ৬০০০ টাকা তিনটি কিস্তিতে প্রতি বছর দেওয়া হয়ে থাকে একেকটি অর্থবর্ষে। তবে এবার জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (PM Kisan Samman Nidhi ) অধীনে যে সমস্ত কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন তাঁরা তাঁদের অ্যাকাউন্টে e-KYC না করিয়ে থাকলে এই ৬০০০ টাকা পাবেন না। e-KYC এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে।


এখনও পর্যন্ত মোদী সরকার এই প্রকল্পের অধীনে মোট ১৫টি কিস্তিতে টাকা পাঠিয়েছে কৃষকদের অ্যাকাউন্টে। এবার ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বুধবার অ্যাকাউন্টে ঢুকে যাবে ১৬তম কিস্তির টাকা। এই প্রকল্পের মোট ৫ বছর ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। প্রতি চার মাস অন্তর এই প্রকল্পের (PM Kisan Samman Nidhi) টাকা পেয়ে যান সুবিধেভোগী কৃষকরা। আপনিও যদি এই প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন, অ্যাকাউন্টে ই-কেওয়াইসি করান আছে কিনা যাচাই করে নিন।


২০১৯ সালে শুরু হয়েছিল এই প্রকল্প। সেই থেকে শুরু করে মোট ১১ কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ২.৮০ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ই-কেওয়াইসির সঙ্গে সঙ্গে এই প্রকল্পের অধীনে জালিয়াতি রুখতে মোদি সরকার কৃষকদের জমি যাচাই করার নির্দেশও দিয়েছেন। অর্থাৎ এই কিস্তির টাকা পেতে গেলে কেওয়াইসির সঙ্গে সঙ্গে আপনার জমিও সরকারিভাবে যাচাই করা থাকতে হবে।


কীভাবে বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করবেন



  • প্রথমে আপনাকে সরাসরি যেতে হবে https://pmkisan.gov.in/ পোর্টালে।

  • তারপরে সেই পেজের উপর দিকে Know Your Status ট্যাবে ক্লিক করতে হবে।

  • এরপর রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিলেই Get Data অপশন পাবেন। ক্লিক করুন।

  • এভাবে স্ক্রিনের সামনে আপনার বেনিফিসিয়ারি স্ট্যাটাস ভেসে উঠবে।


এখনও আবেদন না করে থাকলে দেখে নিন কীভাবে হবে আবেদন



  • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/-এ চলে যান প্রথমেই।

  • হোমপেজের মধ্যেই দেখতে পাবেন, New Farmer Registration বলে একটা ট্যাব আছে, সেখানে ক্লিক করে আপনার নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড বসাতে হবে।

  • এরপর একটা পেজ খুলে যাবে সেখানে নিজের সমস্ত তথ্য বসিয়ে Yes বাটনে ক্লিক করুন।

  • এবার এই আবেদনের সঙ্গে আপনাকে যা যা প্রশ্ন পরপর করা হচ্ছে তাঁর উত্তর দিয়ে যান। আবেদন জমা করুন এবং এর একটা হার্ডকপি প্রিন্ট আউট নিয়ে রাখুন।


আরও পড়ুন: Adani Group: আদানি গ্রুপের বড় ঘোষণা, 'মেক ইন ইন্ডিয়া'য় আরও এক ধাপ