দার্জিলিং: জিটিএ (GTA) নির্বাচন মিটতেি পৃথক গোর্খাল্যান্ডের (Separate Gorkhaland) দাবি তুলেছিলেন। নবান্নে এসে যদিও সুর পাল্টে যায় তাঁর। জানিয়ে দেন, পাহাড় বাংলার সঙ্গেই রয়েছে। সেই অনীত থাপাকে (Anit Thapa) পাশে নিয়েই পাহাড় সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, পাহাড়ের দখল নেওয়া তাঁর লক্ষ্য নয়, পাহাড়কে শুধু ভালবাসতে চান তিনি।

  


পাহাড়ের দখল নিতে চান না, জানালেন মমতা


উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার দার্জিলিংয়ে (Darjeeling) জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত িলেন মমতা। সেখানেই পাহাড় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "পাহাড়ের দখল নিতে আসব না আমি, পাহাড়কে ভালবাসতে আসব। আমি শুধু দেখতে চাই দার্জিলিং ইজ স্মাইলিং, কার্শিয়ং ইজ অলসো স্মাইলিং।"


দলমত নির্বিশেষে পাহাড়ের জনপ্রতিনিধিদের নাগরিকদের স্বার্থকে এগিয়ে রাখার বার্তাও দেন মমতা। তিনি বলেন, "কে, কোন দলের ভুলে যান। মানুষের জব্য কাজ করুন। পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায়। সেই কারণেই জিটিএ চায় পাহাড়।"


আরও পড়ুন: Farakka Theft: চুরি করতে এসে গৃহকর্তাকে দেখে মায়া, প্রণাম ঠুকে বাজার করার টাকা রেখে গেল 'সহৃদয়' চোর


পৃথক গোর্খাযল্যান্ডের দাবি যদিও নতুন নয়, কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে থেকে তাতে রাজনৈতিক রং ধরতে শুরু করে। গেরুয়া শিবিরের একাধিক নেতাকে পৃথক গোর্খাল্য়ান্ডের দাবি জানাতে দেখা যায় প্রকাশ্যেই, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। 


জিটিএ নির্বাচন মিটতে পৃথক গোর্খাল্যান্ডের দাবি শোনা যায় অনীতের মুখেও। তিনি জানান, জিটিএ-র প্রথম বৈঠকেই পাস করানো হবে গোর্খাল্যান্ড প্রস্তাব। সেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হবে রাজ্য ও কেন্দ্রের কাছে।


পাহাড় নিয়ে স্পষ্ট বার্তা মমতার


এর পর গত সপ্তাহে নবান্নে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করেন অনীত। তার পরই সম্পূর্ণ উল্টো সুর শোনা যায় তার গলায়। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত বলেন, “বিজেপি-র উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি পাহাড়কে ২০ বছর পিছিয়ে দিয়েছে। দার্জিলিং বাংলার সঙ্গেই আছে। পাহাড়ের মানুষও সেটা বুঝেছেন। তাই আমাদের সমর্থন করেছেন।’’ এ দিন তাঁকে পাশে নিয়ে অখণ্ড বাংলার পক্ষেই সওয়াল করতে দেখা গেল মমতাকে।