রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ধারাল অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ। গৃহকর্তার গলায় ছুঁইয়ে টাকাকড়ি লুঠ। কিন্তু বেরনোর আগে হঠাৎই উথলে উঠল দরদ। গৃহকর্তার হাতে বাজার করার টাকাটুকু ধরিয়ে গেল চোর। পা ছুঁয়ে ঠুকে গেল প্রণামও। চোরে কর্ম দেখে তাজ্জব খোদ গৃহকর্তা। চাঞ্চল্য এলাকায় (Farakka Theft)। 


ফারাক্কা ব্যারেজে গৃহকর্তার বাড়িতে চোরের হানা


মুর্শিদাবাদের (Murshidabad News) ফারাক্কায় (Farakka News) এমনই চুরির ঘটনা ঘটেছে। ফারাক্কা ব্যারেজ আবাসনে হানা হানা দেয় দুই চোর। আবাসনের বাসিন্দা হরিশচন্দ্র রায়ের বাড়িতে হানা দেয় তারা। হরিশচন্দ্র স্কুলের প্রাক্তন শিক্ষক। তাঁর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে জিরিয়ে নিচ্ছিলেন হরিশচন্দ্র। ভাইয়ের সঙ্গে বসে কথা বলছিলেন। সেই সময় বাড়ির দরজা খোলাই ছিল। সেই সুযোগে হাঁসুয়া এবং ভোজালি হাতে দুই চোর ভিতরে ঢুকে আসে। গলায় ভোজালি ঠেকিয়ে যা যা আছে বার করে দিতে বলে। 


সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেন হরিশচন্দ্রের ভাই। কিন্তু তাঁকে ধরে নিয়ে গিয়ে শৌচালয়ে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় চোরেরা। আত্মরক্ষায় আর বাধা দিতে যাননি হরিশচন্দ্র। আলমারি থেকে ১৫ হাজার টাকা বার করে দিয়ে দেন। 


আরও পড়ুন: Draupadi Murmu : প্রথমে বিবেকানন্দের বাড়ি, শেষ দিনে বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী


তার পরে নিজেরাও বাড়িতে মূল্যবান জিনিসের খোঁজে তল্লাশি চালায় চোরেরা। খোঁজাখুঁজি করে দু'টি মোবাইল ফোনও পকেটে ভরে নেয় তারা। এর পর দুই চোরের মধ্যে একজন পা ছুঁয়ে হরিশচনদ্রকে প্রণাম করে। সেই সময় তাদের কাছে কার্যতই অনুনয় করেন হরিশচন্দ্র, যাতে কিছু টাকা রেখে যায়, সংসারের জন্য বাজার-দোকান করতে পারেন।


হলিশচন্দ্রের কথা ফেলেনি 'সহৃদয়' দুই চোর। চুরি ১৫ হাজার টাকা থেকে ২০০ টাকা তাঁর হাতে ধরায়। ফেরত দেয় একটি মোবাইল ফোনও। তার পর য়ে দরজা দিয়ে ঢুকেছিল, সেই দরজা দিয়েই বেরিয়ে যায় তারা। তার পর ফোন করে থানায় বিষয়টি জানান হরিশচন্দ্র। রাতেেই তাঁর বাড়িতে ছুটে আসে পুলিশ। 


নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা


গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন হরিশচন্দ্র। ফারাক্কা ব্যারেজ আবাসনে এই ঘটনায় তিনি আতঙ্কিত বলে জানিয়েছেন। তাঁর মতে, ফারাক্কা ব্যারেজে প্রচুর সংখ্যক সিআইএসএফ নিযুক্ত রয়েছে। ফারাক্কা থানাও বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে। তার পরেও এই ধরনের ঘটনা কাম্য নয় বলে জানান তিনি। ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হরিশচন্দ্র। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।