ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্য়ে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু হল (COVID Deaths)। দমদমের ৮০ বছরের বৃদ্ধের পর, এবার খড়দার বাসিন্দা ৯২ বছরের বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালে। এ পরিস্থিতিতে বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা (Kolkata News)। যত সময় যাচ্ছে বাড়ছে উদ্বেগ।


দেশে নতুন করে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস


ফের চোর রাঙাচ্ছে করোনা। দেশে ফের বাড়ছে করোনার দাপট (Novel Coronavirus)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৪২ জনের। পাশাপাশি, প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৭ হাজার ৫৫৬।  


এ দিকে, রাজ্য়েও ফের বাডছে করোনা সংক্রমণের সংখ্যা। হচ্ছে করোনা আক্রান্তের মৃত্য়ু। শুক্রবার রাতে বেলেঘাটা আইডি হাাসপাতালে মৃত্য়ু হয় দমদমের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধের। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্য় জনিত কোমর্বিডিটি ছিল। 


আরও পড়ুন: Kolkata News: নমাজ শেষ হতেই দুর্গার বায়না, খুশির ইদে সম্প্রীতির ছোঁয়া মহানগরে


অন্য দিকে, এই হাসপাতালেই মৃত্যু হয় উত্তর ২৪ পরগনার খড়দার বাসিন্দা ৯২ বছরের এক বৃদ্ধার। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ব্যারাকপুরের বেসরকারি হাসপাতাল থেকে বৃদ্ধাকে রেফার করা হয় বেলেঘাটা আইডি-তে। করোনা পজিটিভ ছিলেন, এবং বাধর্ক্যজনিত একাধিক অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ক্রিটিক্যাল কেয়ার ভর্তি থাকাকালীন শুক্রবার তাঁর মৃত্যু হয়।


চলতি মাসে বেলেঘাটা আইডি-তে তিন করোনা আক্রান্তের মৃত্যু

এই নিয়ে চলতি মাসে বেলেঘাটা আইডি-তে তিন জন করোনা আক্রান্তের মৃত্যু হল। এই পরিস্থিতিতে বয়স্কদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই মুহূর্তে করোনা আক্রান্ত আরও পাঁচ জন সঙ্কটজনক অবস্থায় বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন। 


এমন পরিস্থিতিতে সকলকে বার বার সতর্ক করছেন চিকিৎসকেরা। আগের মতজো ভয়াবহতা না থাকলেও, আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন তাঁরা। তাই সামাজিক দূরত্ববিধির পাশাপাশি, মাস্কের ব্যবহারে জোর দিচ্ছেন। বয়স্কদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে, যাতে ভিড় থেকে দূরে রাখা যায় তাঁদের। পরিচ্ছন্নতা বজায় রাখা যায়। জ্বর, সর্দি বা অন্য উপসর্গ দেখা দিলে, গোড়াতেই সাবধান হওয়ার বার্তা দিচ্ছেন তাঁরা।