কলকাতা: লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সেখানে বাংলার জয়গান শোনা গেল তাঁর গলায়। বাংলাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের কথাও টানলেন। বাংলা থেকেই পাঁচ-পাঁচ জন নোবেল পুরস্কার পেয়েছেন বলেও জানালেন তিনি। (Mamata in Spain)
রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতা। সেখানেই বাংলার জয়গান করেন তিনি। মমতা জানান, নানা ভাষাভাষীর দেশ ভারত। বাংলার মধ্যেও অনেক স্থানীয় ভাষা রয়েছে। আজকের বাংলা অনেক পাল্টে গিয়েছে। বাংলার গুণীজনরাই গোটা দেশকে পথ দেখিয়েছিলেন, সে রবীন্দ্রনাথ ঠাকুর হোন, বা জীবনানন্দ দাশ, নেতাজি হোন বা নজরুল ইসলাম। জাতীয় স্তরে আন্দোলনের ভিত প্রস্তুত করে দিয়েছিলেন এঁরা। 'জয় হিন্দ' স্লোগান নেতাজির দেওয়া, 'বন্দে মাতরম' বঙ্কিমচন্দ্রের, 'জন গণ মন', জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। নজরুলের কবিতা থেকেই নেওয়া 'জয় বাংলা', যা বাংলাকে মহিমান্বিত করতে ব্যবহার করি আমরা।
এদিন মমতা জানান, বাংলার শিল্পীরা, বাংলার কৃষকরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দক্ষ। বাংলা থেকেই ঘটেছে সবুজ বিপ্লব। মানুষের মধ্যে ঐক্য় গড়ে তোলাই লক্ষ্য বাংলার। প্রবাসী ভারতীয়দের সামনে মমতা বলেন, "দেশের সাংস্কৃতিক রাজধানী বাংলা। ফুটবলের রাজধানীও। বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং ওঁর স্ত্রী নোবেল পেয়েছেন। আপনারা বাংলাকে ভালবাসে জেনে খুশি হই। আজ আছি, কাল নেই। তাই আজকের কথাই ভাবি। আজ ভাল হলে, কালও ভালই হবে।"
বার্সেলোনায় মমতা জানান, মানবতায় বিশ্বাসী তিনি। মানবতা না থাকলে মানুষ বাঁচতে পারবে না। নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন তিনি। সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে। কিন্তু তৃণমূল একমাত্র দল, যাদের ৩৫ শতাংশ নির্বাচিত প্রতিনিধিই সেখানে মহিলা। পুরসভাতেও ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে মহিলাদের। বাংলার কন্যাসন্তানদের জন্য স্কুলে স্কলারশিপের ব্যবস্থা করেছে তাঁর সরকার। উচ্চশিক্ষাতেও রয়েছে ক্রেডিট কার্ডের ব্যবস্থা। 'বিশ্ব বাংলা' শুধুমাত্র কোনও বাক্যবন্ধ নয়, বাংলার ভাবনার প্রতিফলন বলে জানান তিনি।
বাংলায় লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা। রবিবার ছিল সফরের পঞ্চম দিন। প্রথম চার দিন মাদ্রিদেই ছিলেন তিনি। মাদ্রিদের রাস্তায় মর্নিংওয়াক থেকে জগিং এমনকি স্থানীয়দের সঙ্গে সারেন পরিচয়ও। সেখান থেকে রাজ্যে পর পর বিনিয়োগের ঘোষণাও করেন মমতা, এর মধ্যে শালবনিতে ইস্পাত কারখানায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিনিয়োগের ঘোষণাও ছিল। লা লিগার সঙ্গে মইউ স্বাক্ষরের কথাও জানিয়েছেন মমতা। রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে চেপে বার্সেলোনা রওনা দেন। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে।