সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য়পাল। একযোগে আচার্য সিভি আনন্দ বোসকে কালো পতাকা দেখাল TMCP ও AIDSO. উঠল গো ব্য়াক স্লোগান। যদিও এই বিক্ষোভ নিয়ে কিছু বলতে চাননি আচার্য। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অনুষ্ঠান থেকে দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি।


আবার উত্তপ্ত শিক্ষাঙ্গন, রাজ্য়পাল এবং আচার্যকে ঘিরে গো-ব্য়াক স্লোগান। দেখানো হল কালো পতাকা। উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের কলেজ স্ট্রিট ক্য়াম্পাস। ২৪ জানুয়ারি, বুধবার কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ১৭৬ তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলেজ স্ট্রিট ক্য়াম্পাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সিভি আনন্দ বোস। 


কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোসের কথায়, আমি নেতাজির শপথ করে বলছি, আমি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দর শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়ব। ১০ কোটি বাংলার ভাই বোনেরা আমার সঙ্গে আছে। যারা চায় দুর্নীতি মুক্ত ক্য়াম্পাস ও শিক্ষাব্য়বস্থা। তারা সামনে আসুক। এই বাংলা আমার প্রাণের কর্মভূমি।


কিন্তু, বিশ্ববিদ্য়ালয়ে পৌঁছনোর মুহূর্তে সকাল সোয়া ১১টা আচার্যকে ঘিরে, মেন গেটে বিক্ষোভ দেখায় SUCI-এর ছাত্র সংগঠন AIDSO। অপরদিকে তৃণমূলের ছাত্র সংগঠন TMCP. CU-তে বিক্ষোভ AIDSO-র। রাজ্য়পালকে কালো পতাকা TMCP-র। এরকিছুক্ষণের মধ্য়ে আচার্য সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্মুহূ শুরু হয় জয় বাংলা স্লোগান। আচার্য বোসের উদ্দেশে দেখানো হয় কালো পাতাকা। 


TMCP -র মূল অভিযোগ, বিভিন্ন মামলা লড়তে বিশ্ববিদ্য়ালয়ের ফান্ড ব্য়বহার করছেন আচার্য। পাশাপাশ, তাঁদের দাবি, রাজ্য়পালকে সরিয়ে আচার্য পদে মুখ্য়মন্ত্রীকে বসাতে হবে। অন্য়দিকে AIDSO-র দাবি, অবিলম্বে সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কেন্দ্রের ও রাজ্য়ের শিক্ষানীতি বাতিল করতে হবে। 


AIDSO-র বিক্ষোভকারী পড়ুয়া ও সদস্য়ের কথায়, আমরা আজকে রাজ্য়পালকে আমাদের দাবি জানিয়েছি। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। অবিলম্বে স্থায়ী উপাচার্য সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে নিয়োগ করতে হবে। জাতীয় এবং রাজ্য় শিক্ষানীতি বাতিলের দাবিতে আমরা আমাদের প্রতিবাদটুকু রাজ্য়পালকে জানিয়েছি। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে রাজ্য়পালকে ঘিরে বিক্ষোভ, দেখানো হল কালো পতাকা। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য়ে অচলাবস্থা এখনও কাটেনি। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছয়, যে তাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ সুপ্রিম কোর্টকে।