সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতায় (Kolkata Weather) সকাল থেকে মেঘলা আকাশ। বেশ কয়েক পশলা বৃষ্টিও হয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে খবর, আগামী কয়েকদিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি বাড়বে তাপমাত্রা।


আকাশের মুখ ভার: ভরা ভাদ্রে থেকে থেকেই আকাশের মুখ ভার। সঙ্গে কয়েক পশলা বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। তার জেরে, চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে।


দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি, বাড়বে তাপমাত্রা। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে।  


মালদা আবহাওয়া: ২৩ অগাস্ট মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বৃষ্টিপাতের পরিমান ১০মিলিমিটার আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।


 জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের (North Bengal) তরাই অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। এর মধ্যে জলপাইগুড়ি এটি একটি পুরসভা এলাকা। তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত এই শহরটি। এই করলা নদীটিকে জলপাইগুড়ির টেমস নদী বলা হয়। অন্যদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলারই একটি অংশ ছিল আগে। ২০১৪ সালের ২৫ জুন এই জেলা গঠিত হয়। নতুন এই জেলাটি মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম এই ব্লকগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। আপনি যদি এই দুটো জেলার মধ্যে কোনও একটির বাসিন্দা হন, তবে আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে কেমন আবহাওয়া থাকবে এই দুটো জেলায়। কোথায় কতটা গরম থাকছে, না কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে।  দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। তাই জেনে নিন একবার নিজের এলাকার আজকের আবহাওয়া সম্পর্কে।


পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া: আজ মঙ্গলবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এ দিন জেলার আকাশে মেঘে দাপট থাকবে। মাঝে মাঝে রোদ উঠবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে মেঘ বাড়বে। এদিন বিকেলের দিকে জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আকাশে মেঘ থাকার কারণেই এমন হবে। সন্ধের পরেও আকাশ মেঘলা থাকবে। যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। এদিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index- ৫ এর আশেপাশে থাকছে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ১১ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় ২০-২২ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। (Weather forecast of Purba Medinipur-Digha)। মঙ্গলবার বিকেলের দিকে অল্প বৃষ্টিপাত হতে পারে। সারা দিনে জেলায় ৫-৬ মিলিমিটারে মতো বৃষ্টি হতে পারে।