পার্থপ্রতিম ঘোষ, বিষ্ণুপুর: ২০ ঘণ্টা পেরিয়েও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের (Bishnupur MLA Rice Mill Raid) পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি (Income Tax Department Raid)। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে চলছে আয়কর তল্লাশি। গত কাল বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে শুরু হয় আয়কর তল্লাশি। রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে রয়েছে বিধায়কের লজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা। গত কাল এই লজেও তল্লাশি চালায় আয়কর দফতর। বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর।
প্রেক্ষাপট...
২০২১-এর ৩০ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। বুধবার সেখানেই তাঁর অফিসে গিয়েছিলেন আয়কর দফতরের অফিসাররা। বিষ্ণুপুরের চূড়ামণিপুরে বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের একটি রাইস মিল রয়েছে। তন্ময় ঘোষের রাইস মিলেও যান আয়কর আধিকারিকরা। আয়কর হানার বিষয়ের জানা নেই, গত কাল দাবি করেছিলেন বিষ্ণুপুরের বিধায়ক।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে নোটিশ পাঠায় আয়কর দফতর। আগামী ১৩ নভেম্বর তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সুপ্রকাশ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্য়ান। চিঠি হাতে না পেলেও, মেল মারফত নোটিস পান। সেখানে নিজে উপস্থিত হয়ে বা প্রতিনিধি পাঠিয়ে নথি জমা দিতে বলা হয়েছে। মন্ত্রী-পুত্র সুপ্রকাশ গিরির আশঙ্কা, বিজেপির কিছু নেতার বক্তব্যের পরেই আয়কর দফতরের নোটিস পাঠানোয় তদন্তে প্রভাব পড়তে পারে। তাই স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত চাই। যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া এড়িয়ে যান কারামন্ত্রী অখিল গিরি।
আর যা...
মূলত সম্প্রতি কাঁথি ও তমলুকের দুটি অনুষ্ঠানে নাম না করে মন্ত্রীর আয়কর নোটিস পাওয়া নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ইতিমধ্যেই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীর। সেই আবহেই অবৈধ সম্পত্তির ইস্য়ু তুলে শুভেন্দু-তথা অধিকারী পরিবারকে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ । তারপর নাম না করলেও নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমোও। তারপর, মঙ্গলবার গর্জে ওঠেন খোদ শুভেন্দু অধিকারী। তোপ দাগেন মুখ্যমন্ত্রীকেও। প্রশ্ন তুলে বলেন, 'শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?'। আর তারপরই এবার শুভেন্দুর স্ক্যানারে আসেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।