রাজীব চৌধুরী ও সুকান্ত মুখোপাধ্যায়: মুর্শিদাবাদের (Murshidabad) সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির হেড অফিস-সহ একাধিক কেন্দ্রে হানা দিল আয়কর দফতর। সকাল থেকে শুরু হয়েছে অভিযান। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন রয়েছে CISF। পতাকা বিড়ির হেড অফিস-সহ ৮টি শাখায় চলছে আয়কর দফতরের তল্লাশি অভিযান।
আয়কর দফতরের হানা: কলকাতায় পতাকা বিড়ির অফিসে এদিন সকাল সাড়ে ৭টায় অভিযান চালায় আয়কর দফতর। শুধু কলকাতাতে নয়, তল্লাশি চলছে মুর্শিদাবাদের একাধিক জায়গাতেও। পতাকা বিড়ির যাঁরা ডিরেক্টর রয়েছেন তাঁদের বাড়ি এবং অফিসে তল্লাশি চলছে। আয়কর দফতর সূত্রে খবর, হিসেব বহির্ভূত সম্পর্কের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন রয়েছে CISF। বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি কাউকে বাইরেও বেরোতে দেওয়া হচ্ছে না।
নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্য়াটে ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা ও আরও কয়েক কোটি টাকার গয়না। এর আগে গত মাসে একই দিনে, তৃণমূলের দুই নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর। একজন, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। অন্যজন, কলকাতা পুরসভার ৫৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি। প্রায় দেড় দিন ধরে আয়কর তল্লাশি চালানো হয় তৃণমূলের মেয়র পারিষদের হোটেলে। আর জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও কারখানা থেকে উদ্ধার হয় 'কুবেরের ধন'। বাড়ি, অফিস, গুদাম, কারখানা এবং চালকলে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে দাবি করা হয়েছে।
আয়কর দফতর সূত্রে দাবি, একটি আলমারির ভিতরে, চালের বস্তা করে এভাবেই টাকা রাখা ছিল। তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি-সহ মুর্শিদাবাদের ১১টি ঠিকানায় একযোগে তল্লাশি চালায় আয়কর দফতর। তল্লাশি চালানো হয়, জাকির হোসেনের মালিকানাধীন মুর্শিদাবাদের মথুরাপুর গ্রামের শিব মিলস ইন্ডাস্ট্রিজে। আয়কর দফতর সূত্রে দাবি, এখান থেকে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার হয়। এছাড়াও, জাকির হোসেনের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি টাকা। সব মিলিয়ে, জাকির হোসেনের কারখানা ও বাড়ি থেকে মোট ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: Recruitment Scam: পার্থ-মানিক যুগলবন্দিতে বিপুল টাকা আত্মসাৎ? নিয়োগ দুর্নীতি মামলায় দাবি ইডির