কলকাতা: একাধিক দেশে নতুন করে কোভিডের (Covid19) বাড়বাড়ন্তে সতর্কতা ভারতে। সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) চিঠি। কাল সব রাজ্যের সঙ্গে জরুরি বৈঠকে বসছে স্বাস্থ্যমন্ত্রক। ভাইরাসের চরিত্র জানতে জিনোম সিকোয়েন্সিংয়ে জোর। প্রতিদিন করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানোর নির্দেশ। জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল, চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা। সেই কারণেই সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের। 


কোভিডের বাড়বাড়ন্তে সতর্কতা ভারতে: নতুন করে চিনে চোখ রাঙিয়েছে করোনা ভাইরাস। সেই সঙ্গে আরও বেশ কিছু দেশ থেকে আসছে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির খবর। এই পরিস্থিতিতে বুধবার স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকবে রাজ্যগুলিও। দেশে এই মুহূর্তের কোভিড পরিস্থিতি কেমন? বুধবারের বৈঠকে তা খতিয়ে দেখবেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সম্ভবত বৈঠকের পর করোনা সংক্রান্ত নতুন গাইডলাইন প্রকাশ করা হবে। সূত্রের খবর, ওই বৈঠকের পর ভ্রমণ সংক্রান্ত গাইডলাইনও প্রকাশ করা হতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, চিন এবং আমেরিকার উড়ানের জন্য বিশেষ বিধি জারির আশঙ্কা। এই পরিস্থিতিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে বলা হয়েছে।


এদিন রাজ্যেগুলিকে পাঠানো এক নির্দেশিকায় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছিলেন, নতুন কোনও ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া যাচ্ছে কিনা সেদিকে নজর দিতে হবে। ভাইরাসের কোনও নতুন চরিত্র নজরে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাঁচটি দিককে মাথায় রেখে কোভিডের মোকাবিলা করতে হবে। করোনা সংক্রান্ত যাবতীয় নিয়ম যেমন মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করতে হবে।


বছর শেষে ফের আশঙ্কার মেঘ। বিভিন্ন দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের কাঁটা পেরিয়ে যখন অনেকটা স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কিন্তু অন্যান্য দেশের সংক্রমণ বৃদ্ধিতে ফের সিঁদুরে মেঘের আশঙ্কা। আর এই পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য কর্তারা। আগামীকালই বৈঠকে বসছে স্বাস্থ্যমন্ত্রক। পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি, নতুন করে করোনার ঢেউ আছড়ে পড়লে, কীভাবে মোকাবিলা সম্ভব, তা আলোচনা করা হতে পারে এই বৈঠকে। 


আরও পড়ুন: India Corona News: উৎসবের মরসুমে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়্যান্টের লালচোখ, খেয়াল রাখুন এই দিকে