সোমনাথ মিত্র, হুগলি: দশঘড়ার বিশ্বাস পাড়া। জমিদার বাড়ির জন্য খুব নাম ডাক। শতাব্দী প্রাচীন দূর্গাপুজো,রথ, জমিদার বাড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন স্থ্যপত্য রাজ্য জুড়ে পরিচিত। বহু মানুষ সে সব প্রাচীন ঐতিহ্য দেখতে ভিড় জমায় এখনও । কিন্তু ইদানিং এলাকার মানুষের যাতায়াত বেড়েছে বিশ্বাস পাড়ারই চন্দন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বিশ্বাস বাড়ি পার হয়ে ১০০ মিটার গেলেই বাম হাতে একতলার বাড়িতে থাকেন পেশায় সঙ্গীত শিক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়।
৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের আর ২ দিন বাকি। তার আগে সকাল-বিকাল আশপাশের এলাকার পড়ুয়া সহ স্থানীয় মানুষের ঘন ঘন যাতায়াত শুরু হয়েছে চন্দন বাবুর বাড়িতে। ৩ বছরের নিরলস প্রচেষ্টায় ওই ব্যক্তি ভারতের ৭৫ টি মানচিত্র গড়েছেন অসংখ্য জিনিসপত্র দিয়ে। ছোট ঘরে সব টাঙিয়ে রাখার জায়গা নেই। তাই ১৫-১৬ টা করে ভারতের ম্যাপ কয়েক দিন অন্তর পাল্টে পাল্টে টাঙিয়ে রাখছেন তিনি তাঁর একটি ছোট্ট ঘরে। তাঁর সেই ভারতের ম্যাপগুলি দেখতে সকাল-বিকাল যাতায়াত বেড়েছে আশেপাশের এলাকার মানুষেরও।
কিন্তু কী আছে সেই ম্যাপে ? কী দিয়েই বা তৈরি করেছেন ম্যাপগুলো ,যার জন্য প্রত্যেহ এত মানুষের আনাগোনা শুরু হয়েছে ? মূলত ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র, যেমন বিভিন্ন রঙের পলিথিন, কাগজ, টিন,বাদামের খোলা, কাগজের ফুল তুলো,বল বিয়ারিং, পুরানো ক্যাসেটের ফিতে ইত্যাদি কুড়িয়ে ই বেশীরভাগ ভারতের ম্যাপ তৈরি করেছেন চন্দন বাবু। সেটা ছাড়াও, গ্ৰামাঞ্চলের বিভিন্ন গাছের বীজ, গাছের ছাল যেমন, আমলি বীজ, শিয়াল কাঁটা বীজ, কাঞ্চন ফুলের বীজ, বৈজন্তী বীজ, আখরোটের খোলা, পেঁপে গাছের ছাল দিয়ে ও তৈরি করেছেন বেশ কয়েকটা ভারতের ম্যাপ।। পরানো নোটের প্রতিলিপি , ভারতীয় মুদ্রা দিয়ে ও তৈরী হয়েছে ভারতবর্ষ। এগুলো ছাড়াও ভারতের একটি বড় সাইজের ম্যাপ তৈরি করেছেন চন্দন বাবু যেটাতে, ভারতের বিভিন্ন ধর্ম গুরু, বিখ্যাত ডাক্তার, খেলোয়াড়, অভিনেতা,স্বাধীনতা সংগ্ৰামী , রাজনৈতিক ব্যক্তিত্ব সহ একাধিক ভারত বিখ্যাত মানুষের ছবি স্থান পেয়েছে সেই ম্যাপে । ঘরের বাইরে পাঁচিলের উপর জমা শ্যাওলা কেটে একটি অসাধারণ মানচিত্র করেছেন তিনি । সব মিলিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫ টি ভারতের ম্যাপ !
বিগত দিনে একটি কয়েনের উপর হাজার হাজার কয়েন দিয়ে বিভিন্ন মডেল তৈরির জন্য জন্য চন্দন বাবু পেয়েছিলেন লিমকা বুক অফ রেকর্ডের স্বীকৃতি। কানপুর আই আই টি, মুম্বই আই আই টি, সহ এ রাজ্যের বিভিন্ন জায়গায় একদা কয়েন আর্টস প্রর্দশনী করেছেন একটা সময়। পরবর্তী কালে তার ভাগ্নীর দেওয়া ১ হাজার টি পেন পেয়ে তৈরি করেন একটি মানচিত্র। তারপরে আস্তে আস্তে আরও কয়েকটি ভারতের মান চিত্র তৈরি করেন তিনি। ২০১৭ সালের শেষের দিকে ঠিক করলেন ২০২১ এ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭৫ টি ভারতে ম্যাপ তৈরী করবেন। সেই শুরু দীর্ঘ ৩ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে, সংগ্ৰহ করে তৈরি করতে শুরু করলেন ৭৫টি প্রতিকৃতি তৈরির কাজ। পরিবারের ছেলে -মেয়েরা ও এই কাজে বাবাকে সাহায্য করে গেছে তিন বছর ধরে। অবশেষে কিছু দিন আগে সম্পূর্ণ হয়েছে ভারতের ৭৫টি ম্যাপ। বাড়ির একটি ছোট্ট ঘরে পাল্টে পাল্টে রেখেছেন চন্দন বাবু। এলাকার বহু উৎসাহী মানুষ মাঝে মাধ্যে বাড়িতে আসছেন চন্দন বাবুর সৃষ্টি দেখতে । স্থানীয় ছেলে মেয়েরা ও ওনার কাজ দেখে উৎসাহিত হচ্ছেন নতুন জিনিজ তৈরী করার।। ১৫ ই অগষ্ট স্বাধীনতা দিবসে যাতে স্থানীয় কোন স্কুলে তার তৈরি ম্যাপগুলি প্রদর্শিত হয় তার জন্য সরকারের কাছে আবেদনও করেছেন তিনি।
স্থানীয় এক স্কুলপড়ুয়া মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় বলেন,', আমরা স্যারের এই ম্যাপ দেখে কিছু নতুন জিনিস তৈরির চেষ্টা করি। এই কাজে আমরা অনুপ্রাণিত হই।।
তাঁর এই প্রচেষ্টায় আপ্লুত এলাকার মানুষ থেকে পরিবারের সব্বাই।