কলকাতা: হাঁটতে হাঁটতে পঁচাত্তর। ২০২২ সালে ৭৫তম বর্ষ পূরণ হল ভারতের স্বাধীনতার। দীর্ঘ দুই শতাব্দীর ইংরেজ শাসনের বেড়াজাল থেকে মুক্তি মিলেছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। এই শৃঙ্খল মুক্তির লড়াইয়ে খালি হয়ে গিয়েছিল অসংখ্য মায়ের কোল। এদিনের স্বাধীনতার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য নাম না জানা ভারতীয় নাগরিকের আত্মত্যাগ এবং বলিদান। ৭৫তম স্বাধীনতা দিবসে তাঁদের কথাই সামনে নিয়ে এল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেল (Archaeological Survey of India, Kolkata Circle)। কলকাতার মেটাকাফে হলে চলছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে তৈরি একটি চিত্র প্রদর্শনী 'বলিদান'। স্বাধীনতা দিবসের বেশ কয়েকদিন আগে ১২ আগস্ট উদ্বোধন হয়েছে এই আলোকচিত্র প্রদর্শনীর। ১৫ আগস্ট পর্যন্ত চলছে এই প্রদর্শনী।




একাধিক উদ্যোগ:
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে উপলক্ষে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। পালন করা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফেও। এএসআই-এর তরফে সারা দেশে ১৫০টি সৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। তেরঙ্গা আলোয় সাজানো হয়েছে ১৫০টি সৌধ। ১৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে এএসআই-এর দেখভালে থাকা সৌধগুলিতে ঢুকতে পারবেন পর্যটকরা। পাশাপাশি নেওয়া হয়েছে আরও একাধিক উদ্যোগ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার অবদান, কলকাতার অবদান। তাই বিশেষ আয়োজন করা হয়েছে এখানেও। দায়িত্বে এএসআই-এর (ASI) কলকাতা সার্কেল। এএসআই-এর কলকাতা সার্কেলের সুপারিন্টেন্ডিং আর্কিওলজিস্ট এবং প্রধান ড. শুভ মজুমদার জানাচ্ছেন, এএসআই কলকাতা সার্কেলের তরফে তাদের অধীনে থাকা ৯টি সৌধে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ইতিমধ্যেই সেগুলি সাজিয়ে তোলা হয়েছে তেরঙ্গা আলোর মালায়। এছাড়া, বেশ কিছু জায়গায় স্বচ্ছতা শিবিরও আয়োজন করা হচ্ছে।


পতাকা উত্তোলন:
১৫ আগস্ট একাধিক জায়গায় পতাকা উত্তোলন করা হচ্ছে এএসআই কলকাতা সার্কেলের তরফে। মেটাকাফে হল থেকে কালনার রাজবাড়ি মন্দির। বিষ্ণুপুরের রাসমঞ্চ থেকো কাঁলাচাদ মন্দির। কলকাতার কারেন্সি বিল্ডিম থেকে চন্দননগরে ডুপ্লে প্যালেসে উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা। চন্দননগরে এভারেস্ট জয়ী পিয়ালি বসাক জাতীয় পতাকা উত্তোলন করবেন।


তেরঙ্গা আলোর সাজে:



  • কলকাতার মেটাকাফে হল।

  • কলকাতার কারেন্সি বিল্ডিং।

  • হুগলির ডুপ্লে প্যালেস (Dupleix Palace)।

  • বেলুড়ের মায়ের ঘাট।

  • উত্তর ২৪ পরগনার খড়দহের ২৬ শিব মন্দির।

  • বাঁকুড়া বিষ্ণুপুরের নন্দলাল মন্দির।




আরও একটি প্রদর্শনী:
হাওড়া বেলুড়ের মায়ের ঘাটে আরও একটি চিত্র প্রদর্শনী হয়েছে।  নাম- Mission Amrit Sarovar


পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। ১৫ আগস্ট বিষ্ণুপুরের রাসমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে বলেও জানানো হয়েছে এএসআই কলকাতা সার্কেলের তরফে।


আরও পড়ুন: স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল বাংলা, ইতিহাস তৈরি তমলুকে