Car AIr Conditioner: আজকাল প্রায় সব গাড়িতেই এয়ার কন্ডিশনার (Car AC) লাগানো থাকে। আর আমাদের দেশে আবহাওয়ার যা গতিপ্রকৃতি তার জেরে বেশিরভাগ সময়েই গরম অনুভূত হয়। ফলে গাড়িতে উঠে একটু আরামের জন্য প্রায় সকলেই এসি (Car AIr Conditioner) চালাতে পছন্দ করেন। বিভিন্ন অ্যাপ ক্যাবেও (App Cab) রয়েছে এসির বন্দোবস্ত। কিন্তু এই গাড়ির এসি মেশিন কীভাবে দীর্ঘমেয়াদি করবেন, কীভাবে এর থেকে সবচেয়ে বেশি ঠাণ্ডা পাবেন সেইসব হয়তো অনেকেরই জানা নেই। সহজ কয়েকটি টিপস মেনে চলতে পারলেই আপনার গাড়ির এয়ার কন্ডিশনার অনেকদিন পর্যন্ত ভালভাবে সচল থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক গাড়ির এসি ঠিক রাখতে চাইলে কী কী করবেন।
গাড়ির এসি সঠিকভাবে দীর্ঘদিন সচল রাখার টিপস
গাড়ির সঠিক পার্কিং- গাড়ি পার্ক করার সময় অর্থাৎ কোথাও গেলে গাড়ি রাখার সময় খুব রোদের মধ্যে না রেখে সম্ভব হলে ঠাণ্ডা বা ছায়াঘেরা জায়গায় গাড়ি রাখুন। সাধারণত রোদের মধ্যে গাড়ি রাখলে, এমনিতেই গাড়ির ভিতরের অংশ গরম হয়ে যায়। ফলে এসি চালালেও গাড়ির ভিতর ঠাণ্ডা হতে অনেকসময় লাগে। অনেকক্ষেত্রে ভালভাবে ঠাণ্ডা হয়ও না সাময়িক সময়ের জন্য। যদি ছায়াঘেরা অঞ্চল না পান, তাহলে গাড়ি পার্ক করার সময় জানলা বন্ধ রাখুন। এটা গাড়ির জন্য নিরাপদ। তাছাড়া বাইরের গরম হাওয়া গাড়ির ভিতরে ঢুকতে পারবে না।
গাড়ির জানলা ও দরজার সঠিক ব্যবহার- গাড়ি পার্ক করার পর যখন ফের আপনি গাড়ি চালাতে যাবেন, তার আগে ভাল করে জানলা খুলে ভিতরের হাওয়া বাইরে বের করে দিন। এরপর গাড়ির জানলা বন্ধ করে এসি চালান। তাহলে দ্রুত গাড়ি ঠাণ্ডা হবে।
সানরুফের সঠিক ব্যবহার- অনেক গাড়িতেই আজকাল সানরুফ থাকে। এসি চালানোর সময় এই সানরুফের দিকেও খেয়াল রাখতে হবে। গাড়ি অনেকক্ষণ চড়া রোদে দাঁড় করানো থাকলে জানলার পাশাপাশি সানরুফ খুলেও ভিতরের গরম হাওয়া বের করে দিন। এরপর এসি চালালে গাড়ির কম সময়ে ভালভাবে ঠাণ্ডা হবে।
গাড়ির ভিতর পরিষ্কার রাখা প্রয়োজন- গাড়ির এসি বা এয়ার কন্ডিশনার ভাল রাখার জন্য গাড়ির ভিতরের অংশ পরিষ্কার রাখাও প্রয়োজন। এসির ভেন্টগুলিতে ধুলো জমে থাকলে নানা ধরনের সমস্যা হতে পারে। প্রতিদিন গাড়ি চালানোর সময় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললেই আপনার গাড়ির এসি দীর্ঘমেয়াদি হবে। অর্থাৎ অনেকদিন পর্যন্ত ভাল থাকবে গাড়ির এসি। তাই গাড়ির এসি যাতে ভালভাবে কাজ করে, আপনার গাড়ি কম সময়ে ভালভাবে ঠাণ্ডা হয় সেইজন্য উপরে উল্লিখিত সহজ কয়েকটি নিয়ম মেনে চলুন।
আরও পড়ুন- অগস্ট মাসের বাকি সময়ে কী কী ফোন লঞ্চ হতে চলেছে ভারতে? দেখুন তালিকা