Smartphones: চলতি বছর অগস্ট মাসে ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ হয়েছে। তবে এখনও দেশে বেশ কিছু ফোন লঞ্চ হওয়া বাকি রয়েছে। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নিন। 


পোকো এম৪ ৫জি- পোকো এম৪ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ১৫ অগস্ট। এই ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একঝলকে। পোকো এম৪ ৫জি ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে (৯০ হার্টজ রিফ্রেশ রেট), ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর, ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।


ভিভো ভি২৫ সিরিজ- ভিভো ভি২৫ সিরিজের প্রো মডেল লঞ্চ হতে পারে ভারতে। ভিভো ভি২৫ প্রো ফোন লঞ্চের কথা রয়েছে ১৭ অগস্ট। শোনা যাচ্ছে, ভিভো ভি২৫ প্রো ফোনের সঙ্গে ভিভো ভি২৫ ফোনও লঞ্চ হতে পারে ভারতে। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ভিভো ভি২৫ প্রো ফোনে একটি কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, OLED ডিসপ্লে (১২০ হার্টজ রিফ্রেশ রেট), ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর, ৪৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


রিয়েলমি ৯আই ৫জি- অগস্ট মাসে রিয়েলমির নতুন ফোন লঞ্চ হতে পারে ১৮ অগস্ট। রিয়েলমি ৯আই ৫জি ফোন লঞ্চের কথা রয়েছে। রিয়েলমি ৯আই ৫জি ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর। চলতি বছর জানুয়ারি মাসে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। রিয়েলমি সংস্থার আরও একটি ফোন লঞ্চের কথা রয়েছে এই অগস্ট মাসেই। রিয়েলমি জিটি নিও ৩টি ফোন চলতি মাসেই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, এই ফোনের দাম হতে পারে ৩০ হাজার টাকার মধ্যে।


রিয়েলমি জিটি নিও ৩টি- রিয়েলমি জিটি নিও ৩ ফোনে একটি ৬.৬২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে থাকতে পারে। সেখানে Full HD+ রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি লেন্স। এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনাও রয়েছে। একটি স্ন্যাপড্রাগম ৮৭০ প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে। তার সঙ্গে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রিয়েলমির এই ফোনে। 


শাওমি ১২ লাইট- শাওমি ১২ লাইট ফোনও চলতি মাসেই অর্থাৎ অগস্ট মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোন লঞ্চেরও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এই ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর, ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে শাওমি ১২ লাইট ফোনে। 


আরও পড়ুন- 'ফাইন্ড এন'- এর পর নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস