কলকাতা: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই স্বাধীনতা দিবস (Independence Day 2023)। ১৫ অগাস্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু হয়েছে আজ থেকেই। নিরাপত্তা বজায় রাখতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে বেশ কিছু রাস্তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েল। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজের মহড়া হচ্ছে রেড রোডে। সেই কারণে ৩১ জুলাই, ২, ৪, ৭, ৯ অগাস্ট এই পাঁচ দিন মহড়ার হচ্ছে। সেই কারণে রাস্তা বন্ধ থাকবে। কলকাতা ময়দান এবং সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট দিনগুলিতে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা।                                   




কোন কোন রাস্তা বন্ধ থাকবে? 



  • রেড রোড

  • ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ

  • খিদিরপুর রোড (উত্তরমুখী রাস্তা)

  • হসপিটাল রোড (যখন যেমন প্রয়োজন)

  • লাভার্স লেন (যখন যেমন প্রয়োজন)

  • পলাশী গেট রোড (যখন যেমন প্রয়োজন)

  • কিংস ওয়ে (যখন যেমন প্রয়োজন)


সংশ্লিষ্ট দিনগুলিতে নির্ধারিত সময়ের ছাড়াও কর্তব্যরত ট্রাফিক পুলিশ যখন যেমন প্রয়োজন মনে করবেন সেই অনুযায়ী গাড়ির অভিমুখ পরিবর্তন করতে পারেন। সেই অনুযায়ী বিকল্প পথেই যান চলবে। 


এদিকে বর্ষা সবে এসেছে আর তাতেই কলকাতার বিভিন্ন রাস্তার বেহাল দশা।  ই এম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তাতেও তৈরি হয়েছে খানাখন্দ। এমনই অবস্থা যে অটো চলতে গিয়ে আটকে যাচ্ছে। ঠেলে গর্ত পার করতে হচ্ছে। গর্তে বাইক পড়লেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। বাইপাস ধরে রুবি থেকে দক্ষিণের দিকে এগোলেও একই ছবি।মা উড়ালপুল থেকে সায়েন্স সিটির দিকে নামার পথেও রাস্তায় বড় বড় গর্ত। উল্টোডাঙা মেন রোডে তো গর্ত এতটাই গভীর যে সেখান দিয়ে ভূগর্ভস্থ পাইপ দেখা যাচ্ছে। একই অবস্থা পার্ক সার্কাস ও সিআইটি রোডে।পুরসভা অবশ্য় দাবি করছে, কোথাও গর্ত হলে তারা সারিয়ে ফেলছে। তবে পুরসভার তরফে এও জানানো হয়েছে, যে বর্ষার মধ্য়ে আর বড় করে রাস্তা সারাইয়ের কাজ হবে না। সেই কাজ হবে বর্ষা চলে গেলে।


আরও পড়ুন: Kunal Ghosh: 'বুদ্ধদেববাবু সুস্থ হোন, কিন্তু সন্ত্রাসের কথা মনে করিয়ে দিতে হবে' ফের বেলাগাম কুণাল