কলকাতা: আজ ৭৭ তম স্বাধীনতা দিবসে (Independence Day) রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কুচকাওয়াজের পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয় এদিন। এর আগে সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) পাল্টা আক্রমণও করেন মমতা।                                          


তিনি বলেন, 'এটাই যেন লালকেল্লা থেকে শ্রদ্ধেয় মোদিবাবুর শেষ ভাষণ হয়। আগামী দিন লালকেল্লায় I.N.D.I.A-দল মাঠে নামবে। আর এই দল মাঠে নামলে খেলা হবে।'                  


মমতার নিশানায় ছিল কেন্দ্রও। মুখ্যমন্ত্রী বলেন, '১০০ দিনের কাজের টাকা তো দিচ্ছে না। আমি ৩০-৪০ দিনের টাকা তো দিতে পারব। সেটাই করব। নতুন এই প্রকল্পের নাম দিচ্ছি খেলা হবে। আগামী দিন তাই খেলাও হবে, দেখাও হবে।'  


এদিকে এদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চব্বিশের লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন, আগামী বছর স্বাধীনতা দিবসের ভাষণ দেবেন তিনিই। আজ প্রধানমন্ত্রী বলেন, ২০২৪-এ আবার এখানেই আসব। মোদির কথায়, '২০৪৭-এর স্বপ্নকে বাস্তবায়িত করার সব থেকে স্বর্ণযুগ আগামী ৫ বছর। আগামী ১৫ই অগাস্ট এই লালকেল্লা থেকে আমি দেশের উপলব্ধি, আপনাদের সামর্থ্য, আপনাদের সংকল্প, উন্নয়ন, সফলতার গৌরব গান আত্মবিশ্বাসের সঙ্গে আপনাদের সামনে প্রস্তুত করব।'                       


আরও পড়ুন, বিপ্লবী থেকে সাধক, কারাকক্ষের অত্যাচার সহ্য করেই জীবনদর্শন বদলেছিলেন ঋষি অরবিন্দ


এর পাশাপাশি বিরোধী শিবিরকেও নিশানা করেছেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, 'দেশের সর্বনাশ করেছে দুর্নীতি, পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের পক্ষে কলঙ্কজনক। দেশের গণতন্ত্রে বিকৃতি এনেছে পরিবারবাদী, ভাইপোবাদী দলগুলি। দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি হোক।' মোদির এই মন্তব্যর পাল্টা তোপ দেগেছেন তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'পরিবারতন্ত্র-দুর্নীতিকে সামনে রেখে বিরোধীদের চেপে ধরার চেষ্টা করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর ভাষণ নিরাশায় ভর্তি।'