আশাবুল হোসেন, কলকাতা: আগামীকাল যাদবপুরে মৃত পড়ুযার নদিয়ার বাড়িতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ৫ সদস্যের প্রতিনিধি দলে থাকছেন রাজ্যের ৩ মন্ত্রী ও ১ সাংসদ। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেবে তৃণমূল প্রতিনিধি দল। 


বাড়িতে যাচ্ছে তৃণমূল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মৃত ছাত্রের বাড়িতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। পাশে থাকার বার্তা দেবেন তাঁরা। এদিন সোশাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস পোস্ট করে , 'যাদবপুরের উজ্জ্বল ছাত্রের এই অকাল মৃত্যুতে আমরা শুধু আতঙ্কিত নই, ক্ষুব্ধও'। এই প্রতিনিধি দলে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলে থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। 


অকালে চলে গেল ছেলেটা। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। শোকে বিহ্বল বাবা মা। এর আগে মৃত ছাত্রের বাবা জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। উনি আমাদের সান্ত্বনা দিয়েছেন। ওঁর কথা শুনে আমার খুবই ভাল লেগেছে। উনি বলেছেন, ছেলেটাকে ফিরিয়ে তো দিতে পারব না। কিন্তু আপনারা যাতে সুবিচার পান  তার ব্যবস্থা করব। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উনি নিশ্চয়ই উপযুক্ত শাস্তি দেবেন।অ ন্য বাবা মায়ের কোল যেন খালি না হয়, তা নিশ্চয়ই ব্যবস্থা করবেন।’’ 


এদিকে আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না UGC-র প্রতিনিধি দল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং রুখতে কী পদক্ষেপ করা হয়েছে? সেকথা জানতে চেয়ে আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছিল UGC। এমনকি বুধবার UGC-র একটি প্রতিনিধি দলও আসার কথা ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তার আগেই UGC-কে রিপোর্ট পাঠানো হয়েছে । রেজিস্ট্রার  স্নেহমঞ্জু বসু বলেন, "আমাদের রিপোর্টে ইউজিসি সন্তুষ্ট। তবে রিপোর্ট পাঠিয়ে যেতে বলেছে।''


ঘটনার রাতে পুলিশ মেন হস্টেলে পৌঁছলে, তাদের ঢুকতে বাধা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যাদবপুরের মেন হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নেয় আবাসিকদের একাংশই।ছাত্রের মৃত্যুর পর একাধিক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়।একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই দিনে আবাসিকদের বৈঠকে উপস্থিত ছিলেন ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দুই পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত সহ আরও অনেকে।  বেশ কয়েকজনের নামও উঠে এসেছে।


আরও পড়ুন: Medinipur Weather: আকাশে মেঘের দাপট, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দুই মেদিনীপুরে