করুণাময় সিংহ, মালদা: সুখদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা। সীমান্ত টপকে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক। সেই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। তাদের ধাওয়া করে সীমান্তরক্ষী বাহিনী BSF. স্থানীয় মানুষজনও ছুটে আসেন। BSF-এর তাড়া খেয়ে পালিয়ে যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। (India-Bangladesh Border)

Continues below advertisement

মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকার ঘটনা। বেশ কিছু দিন ধরেই সেখানে BSF এবং বাংলাদেশের সীমান্ত প্রহরী বাহিনী BGB-র মধ্যে সীমান্ত সংঘাত চলছে। সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দিচ্ছে BGB. সেই আবহে এবার প্রকাশ্য দিবালোকে সীমান্ত টপকে বাংলাদেশিরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লেন। সোশ্যাল মিডিয়াতেও ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। (Malda News)

শনিবার সকালে এই ঘটনা বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমানা টপকে আচমকাই কিছু বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দারাও ছুটে আসেন। এর পর BSF-এর সঙ্গে মিলে স্থানীয়রাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়া করেন। ভিডিও-য় দেখা গিয়েছে, মাঠের উপর প্রচুর মানুষের জমায়েত। চিৎকার-চেঁচামেচি চলছে। সামনের দিকে কয়েক জন দৌড়চ্ছেন। পিছু পিছু ছুটছেন আরও কয়েক জন। উর্দি পরিহিত BSF-কেও দেখা যায় ভিডিও-তে।

Continues below advertisement

বাংলাদেশে শেখ হাসিনার শাসনের অবসান ঘটার পর থেকেই পড়শি দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। মাথাব্যথার কারণ হয়ে উঠেছে সীমান্ত সংঘাতও। মালদার সুখদেবপুরের প্রায় এক কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। সেখানে BSF কাঁটাতারের বেড়া বসাতে গেলে বাধা দেয় BGB. ওপারের সাধারণ নাগরিকরাও সীমান্তে এসে বাধা কাজে বাধা দেন। এপারের মানুষজনও জড়ো হন সীমান্তে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

এর পর BSF এবং BGB-র মধ্য দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হয়। BGB দাবি করে, যে জায়গায় কাঁটাতারের বেড়া তুলছে BSF, তা বিতর্কিত এলাকা। অন্য দিকে, BSF জানায়, নিজেদের ভূখণ্ডেই কাঁটাতারের বেড়া তোলা হচ্ছে। কিন্তু এসবের মধ্যে কাজ ভণ্ডুল হয়ে যায়। আর সেই আবহেই ফের তপ্ত হয়ে উঠল এলাকায়। একেবারে দিনের বেলা সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এর নেপথ্যে BGB-র উস্কানি থাকতে পারে বলেও মনে করছেন স্থানীয়দের অনেকে।

এই ঘটনায় সীমান্তের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। দিনের আলোয় যদি বেআইনি ভাবে অনুপ্রবেশ ঘটানো হয় ওপার থেকে, তাহলে রাতের অন্ধকারে কী হতে পারে, ভেবে আতঙ্কিত অনেকেই। সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিতকরণে কড়া পদক্ষেপ প্রয়োজন বলে মত তাঁদের।