নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত ব্যর্থতার পর তাঁকে নিয়ে হাজার সমালোচনা হয়েছে। অনেকেই বলেছেন কাউন্টি ক্রিকেট খেলতে। তিনি খেলতে যাননি। অনেক পরামর্শ দিয়েছেন রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024-25) খেলতে। কিন্তু সেখানেও এবার না খেলার ইঙ্গিতই দিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। অন্তত দিল্লির পরবর্তী ম্য়াচে বিরাটকে পাওয়া যাবে না, এটা নিশ্চিত। বিসিসিআইকে প্রাক্তন ভারত অধিনায়ক সে কথা জানিয়েও দিয়েছেন। এমনকী সেই তালিকায় আছেন কে এল রাহুলও (KL Rahul)। তিনিও খেলবেন না ম্য়াচ। কিন্তু কেন? উল্লেখ্য, ২ তারকাই এই মুহূর্তে ব্যাট হাতে চূড়ান্ত অফফর্মে রয়েছেন।
বিরাট তাঁর না খেলার কারণ হিসেবে জানিয়েছেন ঘাড়ে ব্যথার কথা। গত বর্ডার গাওস্কর ট্রফিতে একটি শতরান ছাড়া গোটা সিরিজে ব্যাট হাতে ব্যর্থতাই সঙ্গী হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। বোর্ডের মেডিক্যাল টিমকে এই খবর জানিয়েছেন বিরাট। তাঁকে ইঞ্জেকশন নিতে হচ্ছে বলেও জানানো হয়েছে কোহলির তরফে। উল্লেখ্য়, দিল্লির রঞ্জিকে পরের ম্য়াচ আগামী ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে। সেই ম্য়াচে অবশ্য দিল্লি দলের জার্সিতে খেলতে দেখা যাবে ঋষভ পন্থকে। তবে বিরাটের না খেলার বিষয়টা নির্বাচকরা কীভাবে নেন, সেটাই দেখার। কারণ আজ ১৮ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হওয়ার কথা।
অন্যদিকে কে এল রাহুল জানিয়েছেন তাঁর কনুইয়ে চোট রয়েছে। তাই কর্ণাটকের জার্সিতে দেখা যাবে না এই তারকা ব্যাটারকে। কর্ণাটকের পরের ম্য়াচ পাঞ্জাবের বিরুদ্ধে। এদিকে পন্থের মতই রঞ্জিতে খেলবেন শুভমন গিল, রবীন্দ্র জাডেজারা। আবার যশস্বী জয়সওয়ালকে দেখা গিয়েছে মুম্বই শিবিরের সঙ্গে অনুশীলন সারতে। রোহিত শর্মার সঙ্গেই অনুশীলন সেরেছেন তরুণ বাঁহাতি ওপেনার।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে সুযোগ পেতে পারেন জসপ্রীত বুমরা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্য়ন্ত। পাকিস্তান, দুবাইয়ে আয়োজিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ভারত ম্য়াচগুলো খেলবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ করার আগে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত ইংল্য়ান্ডের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই সিরিজে বুমরাকে দলে রাখা হতে পারে। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও বুমরাকে রাখা হবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই ফিটনেস টেস্টের পরীক্ষা দিতে হবে তারকা পেসারকে। সেখানে কেমন পারফর্ম করেন, তার ওপর বিবেচনা করেই চূড়ান্ত দলে জায়গা পাবেন বুমরা।