নয়া দিল্লি : বৈশাখের কাঠফাটা রোদ, জেলায় জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, এরই মধ্যেই একটা আশার কথা শোনাল আবহাওয়া দফতর।   মৌসম ভবন  জানাচ্ছে,  চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। দীর্ঘ হবে বর্ষাকাল। IMD র রিপোর্ট অনুসারে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে। 


আবহাওয়া দফতর মনে করছে,  এল নিনোর প্রভাবে বর্ষার প্রথম ভাগে তাপমাত্রা বাড়বে। যা মোটামুটি জুলাই অবধি চলবে। এরপর বৃষ্টি বাড়বে ।  দুর্যোগ বাড়বে সারা দেশেই । আমাদের দেশে জুনের ২য়  সপ্তাহ নাগাদ বর্ষা ঢোকে। এবারও তার পরিবর্তন হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এবছর দেশে  বর্ষা আসার দিনক্ষণ জানায়নি আবহাওয়া অফিস।  কেরলে বর্ষা তাড়াতাড়ি এলে সারা দেশেই বর্ষা আসবে সময়ের আগে।আবহবিদদের ধারণা,  লা নিনার প্রভাবে এবারও সময়ের আগেই দেশে বর্ষা আসতে পারে  বঙ্গে।   


মৌসম ভবন জানাচ্ছে,  এই মরশুমে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই বৃষ্টি স্বাভাবিক বা তার কিছু বেশি হবে। তবে, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে বলে মনে করছে হাওয়া - অফিস। 


মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, লা নিনার প্রভাবে সামগ্রিক ভাবে দেশে  বেশি বৃষ্টি হবে।  বিশেষত ওড়িশা, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মাঝ - জুলাই থেকে মাঝ - অগাস্টের মধ্যে বৃষ্টি বেশি হলে  চাষ-আবাদ ভাল হবে। ২০১৬ সালের পর এই প্রথম আইএমডি বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ২০২৩ সালে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী এল নিনোর প্রভাবের বর্ষায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে নিচে ছিল। 


আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার বেশি বৃষ্টিপাত ঘটতে পারে বর্ষার দ্বিতীয় ভাগে। কারণ, সে-সময় লা-নিনা সক্রিয় থাকবে।  আইএমডি ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত বেশ কয়েক বছরে বর্ষার প্রকৃতি খতিয়ে দেখেছে। ট্রেন্ড বলছে,   ‘লা নিনা’ সক্রিয় থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়। তবে এর ব্যতিক্রমও আছে। তবে ট্রেন্ড বিচার করেই এ বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।  


আরও পড়ুন :


ফের তাপপ্রবাহের হলুদ সতর্কতা ! এই দিনগুলিতে বিপদ এড়াতে বিশেষ নির্দেশ আবহাওয়া দফতরের