নয়াদিল্লি: 'যতক্ষণ আমরা সন্ত্রাসবাদকে দমন না করতে পারব, ততক্ষণ সমস্যার সমাধান হবে না। সময় এসে গেছে আমাদের একসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃ্ত্বে জোট হতে হবে। সন্ত্রাসবাদীদের ভাষায় তাদের জবাব দেওয়ার জন্য তৈরি হতে হবে। অপারেশন সিঁদুর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে',  প্রতিক্রিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। 

আরও পড়ুন, ভারত-পাক সংঘাত আবহেই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধন প্রতিরক্ষামন্ত্রীর ; 'শত্রুপক্ষকে ভারী আঘাতে সক্ষম এই ব্রহ্মস..' !

উল্লেখ্য, অপারেশন সিঁদুর এখনও চলছে, জানিয়ে দিল বায়ুসেনা। 'জাতীয় উদ্দেশ্য়পূরণে নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে অপারেশন চলছে'। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে সফল দায়িত্বপালন করছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর নিয়ে বড় আপডেট দিল ভারতীয় বায়ুসেনা। গত ৬ মে মধ্যরাতে পহেলগাঁওয়ে গণহত্যার পর প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে বেছে বেছে ধ্বংস করা হয়েছিল ৯টি জঙ্গি ঘাঁটি। বাহাওয়ালপুর, মুরিদকে-র মতো লস্কর-জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন শীর্ষস্তরের জঙ্গি নেতা অপারেশন সিঁদুরে নিহত হয়।

প্রসঙ্গত, সংঘর্ষবিরতি সমঝোতার, কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে লাগাতার হামলা চালাল পাক-বাহিনী। এটা পরিষ্কার সমঝোতা ভঙ্গ, ব্যবস্থা নিক ইসলামাবাদ- কড়া বার্তা দিল ভারত। যে কোনও পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য তৈরি আছে সেনা। হুঁশিয়ারি বিদেশমন্ত্রকের। অন্যদিকে, পাকিস্তানকে খোলাখুলি সমর্থন চিনের। সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার বার্তা।বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এটা পরিষ্কার সমঝোতা ভঙ্গ।শুধরে যাওয়ার পাত্র তারা নয়।ফের প্রমাণ করে দিল পাকিস্তান। ৩ ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করল ইসলামাবাদ।  রাত তখন আটটা পনেরো। সংঘর্ষবিরতি ঘোষণার পর ফের ঝলমলিয়ে উঠেছে শ্রীনগর। উইকএন্ডের রাতে আলোয় উজ্জ্বল ডাল লেক। এবিপি আনন্দে লাইভ টেলিকাস্টের মধ্যেই ফের আকাশে দেখা গেল কয়েকটা লাল বিন্দু। সঙ্গে বিস্ফোরণের শব্দ। মুহূর্তের মধ্যে বদলে গেল শ্রীনগরের ছবি। ঝলমলে শহর ডুবে গেল অন্ধকারে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লেখেন, এইমাত্র সংঘর্ষবিরতির কী হল? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে! কোনও অস্ত্রবিরতি হয়নি। শ্রীনগরের এয়ার ডিফেন্স ইউনিটগুলি আবার চালু হয়েছে।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)