সমীরণ পাল, বনগাঁ: ভারত সরকারের দেওয়া ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল সীমান্ত  দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল শনিবার সকালে। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ১১০টি অ্যাম্বুলেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতই প্রাথমিক পর্যায়ে ৩০ টি অ্যাম্বুলেন্স  পেট্রাপোল বর্ডার দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল শনিবার। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর এগুলো বেনাপোল হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছিল ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।


চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরো মজবুত করতে প্রধানমন্ত্রী মোদীকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । 


সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশের করোনাকালে অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে অ্যাম্বুলেন্সগুলি। ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা করেছিলেন মোদী। 


এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স আজ পাড়ি দিচ্ছে পড়শি দেশে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যে পৌঁছে দেওয়া হবে। এই অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশনের সুবিধাও রয়েছে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বাংলাদেশে পৌঁছয়। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে খবর অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট বৃহস্পতিবার কার্গো শাখায় গেটপাস (আইজিএম) প্রস্তুত করেছে।


ভারতীয় হাইকমিশন জানায়, অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।