আবীর দত্ত, কলকাতা : রোহিঙ্গাদের (Rohinga) ভারতে ঢুকিয়ে চলছে জঙ্গি কার্যকলাপ (Terrorist Activity)। আর এরাজ্যে জঙ্গি মডিউল পরিচালনা করা হচ্ছে পাকিস্তানে (Pakistan) বসে ! মানবপাচার তদন্তে এনআইএর (NIA) হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর সূত্রের। 


গরু পাচার, কয়লা পাচারের পর রাজ্যে মানুষ পাচারের অভিযোগ ! আর এবার তার সঙ্গে মিলল পাকিস্তান যোগ ! রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপে ব্য়বহার করা হচ্ছে। সম্প্রতি আদালতে এমনই বিস্ফোরক দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigating Agency)। 


এনআইএ (NIA) সূত্রে খবর, এই কাজের জন্য চক্রীরা অন্যতম করিডর বানিয়ে ফেলেছে উত্তর ২৪ পরগনাকে (North 24 Parganas)। সূত্রের খোঁজে বুধবার এই জেলার বারাসাত, গাইঘাটা ও হাবড়ায় তল্লাশিও চালায় এনআইএ।


কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) সূত্রে দাবি করা হচ্ছে, বাংলাদেশ (Bangladesh) আর মায়ানমার (Mayanmar) থেকে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ঘর ভাড়া নিয়ে কয়েক বছর থাকছে তারা। তারপর জাল বার্থ সার্টিফিকেট, আধার কার্ড থেকে শুরু করে জাল পাসপোর্ট তৈরি করে বাড়ি কিনছে।


এই পুরো প্রক্রিয়ায় তাদের সঙ্গে যোগাযোগ রাখছে জঙ্গি সংগঠনগুলি। পাশাপাশি জঙ্গি কার্যকলাপে উৎসাহিত করতে ভিডিও বার্তার মাধ্যমে চলছে মগজ ধোলাই। এনআইএ সূত্রে দাবি, দেশে এধরনের বেশ কিছু মডিউলের সন্ধান মিলেছে, যেগুলি পকিস্তান থেকে পরিচালনা করা হচ্ছে বলে অনুমান। 


৪টি মানব পাচারের মামলায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান সহ ১০টি রাজ্য়ের ৫৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে NIA। এরাজ্য থেকে সঞ্জীব দেব, বিকাশ সরকার ও রাজু রুদ্র  নামে ৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। ধৃতদের মধ্যে সঞ্জীব দেব এরাজ্যেরই বাসিন্দা রাজু রুদ্র বাংলাদেশি বলে সন্দেহ এনআইএ-র। সেখানে তার ২টি বাড়ি রয়েছে। ধৃত বিকাশ সরকার ঢাকার বাসিন্দা বলে খবর সূত্রের। গোটা দেশে তল্লাশিতে মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে এনআইএ।


                                                                                   


আরও পড়ুন- ধানেও দুর্নীতির 'পোকা' ! সমবায় সমিতির যোগসাজশেই কৃষকদের ঠকিয়ে চলত রেশন বণ্টন দুর্নীতি