নয়া দিল্লি: পুজোর শেষ লগ্নে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিশেষজ্ঞরা আরব সাগর এবং বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় গঠনের পূর্বাভাস দিয়েছেন। ঘূর্ণিঝড় 'তেজ' আরব সাগরে প্রবল ঝড়ে পরিণত হতে চলেছে। অন্যদিকে, ঘূর্ণিঝড় 'হামুন' বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'তেজ' তীব্রতর হতে শুরু করেছে। রবিবার বিকেলের মধ্যে অত্যন্ত প্রবল ঝড়ে পরিণত হবে। এটি অবশেষে ওমানের দক্ষিণ উপকূল এবং সংলগ্ন ইয়েমেনের দিকে অগ্রসর হবে, এমনটাই জানা গিয়েছে। 


ঘূর্ণিঝড় তেজ 


আরব সাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । দক্ষিণ পশ্চিম আরব সাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত। এই ঘূর্ণিঝড়ের নাম তেজ যা ভারতবর্ষ নাম দিয়েছে। ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগুলোও পরে রবিবার আরো শক্তিশালী হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে দিক পরিবর্তন করবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে এটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই শক্তিশালী ঘূর্ণিঝড় অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে যাওয়ার সম্ভাবনা। এর অভিমুখ রয়েছে ওমান ও ইয়েমেনের স্থলভাগ।


সাইক্লোন তেজের অর্থ দ্রুতগতিতে ধেয়ে আসা। এই ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনের আকার ধারণ করতে পারে বলে মনে করছেন অধিকাংশ আবহাওয়াবিদ। সে ক্ষেত্রে এর নামকরণ যথাযথ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।


ঘূর্ণিঝড় হামুন


মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। মধ্য বঙ্গোপসাগরে এসে রিকার্ভ করবে গভীর নিম্নচাপ। উপকূল বরাবর এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। শেষ পর্যন্ত বাংলাদেশের পশ্চিমভাগে না পূর্বভাগে এই নিম্নচাপ এগিয়ে যায় আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।


উল্লেখ্য উৎসবে মরশুম চলছে, দেশজুড়ে পালিত হচ্ছে নবরাত্রি (Navaratri) এবং দুর্গাপুজো (Durga Puja)। এর মধ্যেই ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। তেজের দাপটে অষ্টমী থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে মুম্বই, পুণে এবং কোঙ্কন এলাকায়। অন্যদিকে, আজ অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ,দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উপকূলের জেলাগুলিতে হালকা ঝড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।