অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : যাত্রীদের সুবিধার্থে এবার বড় পদক্ষেপ করল রেল । ব্যস্ততার সময়, মাথায় টেনশন নিয়ে  ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে নিজের ট্রেনের নাম খুঁজতে হবে না আর। কোন স্টেশনে ট্রেন দেবে, এই ভেবে ছুটতেও হবে না এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে । এক অভিনব পদক্ষেপ করল রেল। এখন থেকে শিয়ালদা স্টেশনে সব ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে প্ল্যাটফর্ম। এতে ব্যস্ত সময়ে ভিড়, ধাক্কাধাক্কি ও তার থেকে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও কমবে। এই নিয়ে একটি বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। 

১. প্ল্যাটফর্ম নং ১ থেকে ৫ প্রাথমিকভাবে মেইন লাইনে যাতায়াত করা ট্রেনগুলি ছাড়বে।  যেমন কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের জন্য ট্রেনগুলির জন্য এই প্ল্যাটফর্মগুলিই নির্দিষ্ট থাকবে। 

২. প্ল্যাটফর্ম নং ৫ থেকে ৮ থেকে প্রাথমিকভাবে CCR sections এর লোকালগুলি ছাড়বে বা আসবে। অর্থাৎ ডানকুনি এবং বারুইপাড়ার জন্য ট্রেন ধরতে এই প্ল্যাটফর্মগুলিতে নজর রাখতে হবে। 

৩. প্ল্যাটফর্ম নং ৬ থেকে ১০ প্রাথমিকভাবে  শহরতলির দিকে যাওয়ার  Central Section এর  লোকালগুলি ছাড়বে। বনগাঁ, বারাসত, হাবড়া, দত্তপুকুর, গোবন্দঙ্গা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যগ্রামের ট্রেনের জন্য এই প্ল্যাটফর্মগুলিতে অপেক্ষা করতে হবে।

৪. প্ল্যাটফর্ম নং ৯ এবং ১১ থেকে ১৪ মেল/এক্সপ্রেস  ট্রেনের পরিষেবা পাওয়া যাবে। 

৫. প্ল্যাটফর্ম নং ১৫ থেকে ২১ শুধুমাত্র শিয়ালদহ দক্ষিণ শাখার জন্য শহরতলির ট্রেনগুলি পাওয়া যাবে।