কলকাতা: ভোটমুখী পশ্চিমবঙ্গে বিশেষ নজর রেলে, উত্তরবঙ্গ থেকে চালু হচ্ছে একাধিক নতুন ট্রেন। একাধিক স্টেশনে চালু হচ্ছে মেল-এক্সপ্রেসের নতুন স্টপেজ। হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত ছাড়াও পশ্চিমবঙ্গ পাচ্ছে ৮টি অমৃত ভারত এক্সপ্রেস। শিয়ালদহ থেকে বারাণসী পর্যন্ত চালু হচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস।

Continues below advertisement

আরও পড়ুন, "ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে.." ! SIR-র শুনানি পর্বের মাঝেই পদত্যাগপত্র বাগনানের AERO-র

Continues below advertisement

সাঁতরাগাছি থেকে চেন্নাই পেরিয়ে তাম্বারাম পর্যন্ত চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে চালু হচ্ছে মোট ৪টি অমৃত ভারত এক্সপ্রেস। বালুরঘাট-হিলির মধ্যে নতুন রেলপথে শিলান্যাসের জন্য বরাদ্দ ১ হাজার ১৮১ কোটি টাকা। নিউ কোচবিহার থেকে বামনহাট ও বক্সীরহাটের মধ্যে ৯৫ কিলোমিটার লাইনের বৈদ্যুতিকীকরণ করা হবে। এই কাজে বরাদ্দ করা হচ্ছে ১১৮ কোটি টাকা। শুধু রেল নয়, উত্তরবঙ্গে জাতীয় সড়কের উন্নয়নেও নজর। ফালাকাটা থেকে ধূপগুড়ি পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক তৈরির প্রকল্পের শিলান্যাস। ২৯.৮৬ কিলোমিটার রাস্তার জন্য আপাতত বরাদ্দ ১ হাজার ৬০৬ কোটি টাকা। 

বিধানসভা ভোটের মুখে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১৭ বা ১৮ই জানুয়ারি হাওড়া-গুয়াহাটি বন্দেভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।চলছে SIR-এর শুনানি। তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার ঠিক আগে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। চলবে হাওড়া থেকে বিজেপি শাসিত অসমের গুয়াহাটি পর্যন্ত। রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত স্লিপারটির উদ্বোধন করবেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,প্রথম রুট গুয়াহাটি থেকে কলকাতা। আমাদের ধারণা ছিল ২০২৬-এর মাঝামাঝির মধ্য়ে কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সৌভাগ্য়ের বিষয়, টিম যা পরিশ্রম করেছে, তাতে ২০২৬-এর শুরুতেই কাজটা শেষ করা সম্ভব হয়েছে। রেলমন্ত্রীর দাবি, বন্দে ভারত থার্ড AC-র ভাড়া হবে ২ হাজার ৩০০ টাকা। সেকেন্ড AC-র ভাড়া হবে ৩ হাজার টাকা। আর ফার্স্ট AC-র ভাড়া হবে ৩ হাজার ৬০০ টাকা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গকে বন্দেভারত স্লিপার দেওয়ার মধ্য়ে রাজনীতি দেখছে তৃণমূল। 

বন্দে ভারত স্লিপারটি, হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্য়ান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ হয়ে পৌঁছবে নিউ ফরাক্কা, মালদা টাউন। সেখান থেকে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, অসমের নিউ বঙ্গাইগাঁও হয়ে পৌঁছবে গুয়াহাটির কামাখ্য়ায়। বন্দে ভারত স্লিপারে মোট ১৬টি কোচ থাকবে। একবারে মোট ৮২৩ জন যাত্রী যেতে পারবেন। থাকছে অটোমেটিক দরজা, আরামদায়ক বার্থ, এমারজেন্সি টক ব্য়াক সিস্টেম।সেমি হাইস্পিড এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে ছুটতে পারে।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, খাবারে যে ট্রেন গুয়াহাটি থেকে আসবে তাতে অহমিয়া খাবার থাকবে। যে ট্রেন কলকাতা থেকে যাবে তাতে বাঙালি খাবার থাকবে।