নয়াদিল্লি: কয়লার জোগানে ঘাটতি (Coal Shortage) সামাল দিতে আরও ১৬৫টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল (Indian Railways)। এর মধ্যে ১২টি ট্রেনের সোর্সড স্টেশন পাল্টানো হয়েছে, অর্থাৎ যে স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা এবং যেখানে পৌঁছনোর কথা, তার মধ্যে রদবদল করা হয়েছে। স্বল্প দূরত্বের পরিষেবা বাতিল করা হয়েছে ১৬টি ট্রেনের। কয়লায় ঘাটতি সামাল দেওয়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণ এবং পরিষেবা সংক্রান্ত খুঁটিনাটি দেখভালের জন্য এই পরিবর্তন বলে জানা গিয়েছে।
বাতিল শতাধিক ট্রেন
এর আগে, ২০ দিনের জন্য ১১০০ ট্রেন বাতিলের (Train Canceled) সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল, যাতে শুধুমাত্র মালগাড়ি চালিয়ে কয়লা সরবরাহ বাড়ানো যায়। হাতিল হওয়া ট্রেনের তালিকায় ছিল ৫০০টি এক্সপ্রেস ট্রেন এবং ৫৮০ সাধারণ যাত্রীবাহী ট্রেন। তার আগে, ২৪ মে পর্যন্ত ৬৭০টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়। তাতে চরম হয়রানির শিকার হন সাধারণ মানুষ। বিশেষ করে কয়লা উৎপাদনকারী ছত্তিশগড়, ওডিশা, মধ্যপ্রদেশে এবং ঝাড়খণ্ডের মানুষ কার্যত রাজ্যে বন্দি হয়ে যান।
শনিবার ফের শতাধিক ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। https://enquiry.indianrail.gov.in/mntes ওয়েবসাইট এবং NTES অযাপে সেই সংক্রান্ত বিশদ তথ্য পাওয়া যাবে। সম্পূর্ণ এবং আংশিক ভাবে বাতিল ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা রয়েছে সেখানে।
আরও পড়ুন: IAS Officer Pooja Singhal: পাহাড়প্রমাণ টাকা, কলকাতাতেও বাড়ি, আইএএস কন্যা পূজার কীর্তিতে হতবাক ED
ভারতীয় রেল যে ট্রেনগুলি বাতিল করেছে, সেই তালিকায় রয়েছে ০০১০৫ সাঙ্গোলা-আদর্শনগর দিল্লি, ০০১০৫ রাভের-ভীমসেন, ০৩৫৯১ বোকারো স্টিল সিটি-আসানসোল জংশন, ০৩৫৯২ আসানসোল জংশন-বোকারো স্টিল সিটি, ০৩৬৪২পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন-দিলদারনগর, ০৪১২৯ ফতেপুর-কানপুর সেন্ট্রাল, ১২৮৭৯ লোকমান্য তিলক-ভুবনেশ্বর, ১৮৪১৪ পুরী-পারাদ্বীপ, ৩১৩১২ কল্যাণী সীমান্ত-শিয়ালদহ, ৩১৩১১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত, ৩১৪১১ শিয়ালদহ-নৈহাটি জংশন, ৩১৪১৪ নেহাটি শিয়ালদহ, ৩১৬১৭ শিয়ালদহ-রানাঘাট জংশন, ৩১৬২২ রানাঘাট জংশন-শিয়ালদহ, ৩১৭১১ নেহাটি জংশন-রানাঘাট, ৩১৭১২ রানাঘাট জংশন-নৈহাটি জংশন।
হাওড়া শিয়ালদা থেকেও বাতিল ট্রেন
এছাড়াও বাতিল হওয়া ট্রেনের তালিকায় ৩২২১২ ডানকুনি-শিয়ালদা, ৩৪১১১ কোমাগাতামারু বজ-শিয়ালদহ, ৩৪১১২ কোমাগাতামারু বজ, ৩৪৪৫২ সোনারপুর জংশন-ক্যানিং, ৩৪৪১২ শিয়ালদহ-সোনারপুর জংশন, ৩৪৫১১ ক্যানিং-শিয়ালদহ, ৩৬০৩১ হাওড়া জংশন-চন্দনপুর, ৩৬০৩৪ চন্দনপুর-হাওড়া জংশন, ৩৭২১১হাওড়া জংশন-ব্যান্ডেল জংশন, ৩৭৩০৫ হাওড়া জংশন-সিঙ্গুর, ৩৭৩০৭ হাওডা় জংশন-হরিপাল, ৩৭৩০৯ হাওড়া জংশন-তারকেশ্বর, ৩৭৪১১ শেওড়াফুলি-তারকেশ্বর, ৩৭৬১১ হাওড়া-পান্ডুয়া, ৩৭৬৫৭ হাওড়া-মেমারি, ৩৭৭৮২ বর্ধমান-ব্যান্ডেল, এর মধ্যে উল্লেখযোগ্য।