প্রকাশ সিনহা, কলকাতা: ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদে (Questioning) একাধিক বিস্ফোরক দাবি করেছেন অয়ন (Ayan Sil) ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty), দাবি ইডি (ED) সূত্রে। জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে ধৃত হুগলির (Hooghly) প্রোমোটারের সঙ্গে দেখা করতে আসতেন একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতা। শুধু তাঁরাই আসতেন না, অয়নও তাঁদের কাছে যেতেন, ইডিকে জানিয়েছেন শ্বেতা। সূত্রের খবর, এই ব্যাপারে ৭-৮ জন রাজনৈতিক নেতার নামও বলেছেন তিনি। আজ অয়নের স্ত্রী, পুত্র ও অয়নের কোম্পানি এবিএস ইনফোজোনের ২ কর্মীকে তলব করেছে ইডি।
যা জানা গিয়েছে...
বৃহস্পতিবার সাড়ে ১০ টায় ইডি দফতরে হাজিরা দেন কামারহাটি পুরসভার PWD ডিপার্টমেন্টের সাব অ্য়াসিস্টান্ট ইঞ্জিনিয়ার শ্বেতা। ED আগেই দাবি করেছিল, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের অ্য়াকাউন্ট থেকে এই শ্বেতার অ্য়াকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। অয়নের প্রযোজনা সংস্থার তৈরি ছবিতে কাজ করেছেন শ্বেতা। শ্বেতাকে গাড়ি কিনতে সাহায্য় করেছিলেন অয়ন। কামারহাটিতে শ্বেতার যে ফ্ল্য়াট, তার টাকাও অয়ন দেন বলে ED সূত্রে দাবি। সূত্রের খবর, বৃহস্পতিবার শ্বেতার কাছে ED-র তরফে জানতে চাওয়া হয়েছিল, কেন তাঁকে গাড়ি কিনে দিয়েছিলেন অয়ন? শ্বেতার ফ্ল্য়াট কেনার টাকার উৎস কী? অয়নই কি তাঁকে ফ্ল্য়াটটি কিনে দিয়েছিলেন? অয়নের প্রযোজনা সংস্থায় কীভাবে কাজ পেয়েছিলেন শ্বেতা? অয়ন ঘনিষ্ঠ বলেই কি সুযোগ পেয়েছিলেন তিনি? কামারহাটি পুরসভায় কীভাবে চাকরি পেয়েছিলেন শ্বেতা?ED সূত্রে দাবি, শ্বেতার নামে একটি বেসরকারি ব্য়াঙ্কের অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। প্রাথমিকভাবে সেই লেনদেন অয়ন করেছেন বলেই অনুমান ইডির আধিকারিকদের। এই লাখ লাখ টাকা কি নিয়োগ দুর্নীতির? সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে ED। বৃহস্পতিবার শ্বেতার সঙ্গে ED-দফতরে আসেন, অয়নেরই সংস্থা, এবিএস ইনফোজোনের এক কর্মী। স্কুল ও পুরসভায় নিয়োগে দুর্নীতিতে একাই ২০০ কোটি টাকা তুলেছিলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। একথা আগেই দাবি করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে!!!! নিয়োগ দুর্নীতির তদন্তে, আজ. শুক্রবার অয়ন শীলের স্ত্রী কাকলি ও পুত্র অভিষেক শীলকে তলব করেছে ED। পাশাপাশি, ডাকা হয়েছে, অয়নের সংস্থা, এবিএস ইনফোজোনের ২ কর্মীকেও। তাঁদের থেকেও কি গুরুত্বপূর্ণ কিছু জানতে পারবেন তদন্তকারীরা?