কলকাতা : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি (21 February) , আমি কি ভুলিতে পারি৷’ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।  ১৯৫২ সালের এই দিনে ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশের নির্মম গুলির ক্ষত আজও টাটকা। ইতিহাসের সে এক রক্তক্ষয়ী অধ্যায়। সারা রাজ্যে মহা আড়ম্বরে পান হচ্ছে এই স্মরণীয় দিন। পরবর্তীতে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নেয় যে একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) পালন করা হবে। 


আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি ট্যুইটে লিখেছেন, ' আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা বীরের মতো লড়াই করেছেন, সেইসমস্ত শহিদদের স্যালুট। ভারতে আজ ভাষার এই বহুত্ববাদকে উদ্‍যাপনের প্রয়োজন। আমরা সব ভাষাকে ভালবাসি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালবাসি। ভাষা-মোদের ভালবাসা। সবাইকে নিয়ে বাঁচার আশা ' 


 






বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে শহিদ দিবস পালিত হয়। উর্দু নয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতেই পূর্ববঙ্গের এই লড়াই আজও শিহরণ জাগায়। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পালিত হয় এই দিন। সোমবার, সিঁথির মোড়ে প্রভাতফেরিতে সামিল হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অন্যদিকে, শান্তিনিকেতনে রঙিন আলপনায় সেজে উঠেছে বিভিন্ন রাস্তা। সাজানো হয়েছে বাংলাদেশ ভবন। তৈরি করা হয়েছে শহিদ বেদি। শান্তিনিকেতনের পূর্বপল্লির ছাত্রাবাস থেকে পদযাত্রা শুরু হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে পড়ুয়াদের সঙ্গে পদযাত্রায় পা মেলান বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকারা।