সুনীত হালদার, হাওড়া: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাওড়ায় চালু হল মহিলা পুলিশ পরিচালিত মহিলা সহায়তা কেন্দ্র পিঙ্ক বুথ (Pink Booth)। হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) পক্ষ থেকে হাওড়া ময়দান সহ পাঁচটি জায়গায় এই কেন্দ্র চালু হল। উদ্দেশ্য শহরের মহিলাদের নিরাপত্তা বাড়ানো।

Continues below advertisement


মহিলা সহায়তা কেন্দ্র পিঙ্ক বুথ: রাস্তায় মহিলারা প্রায়ই ইভটিজিংয়ের শিকার হন। তাই নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে জেলায় এই প্রথম এই পিঙ্ক বুথ চালু করা হল। গতকাল, হাওড়া ময়দানে এই বুথের উদ্বোধন করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং জেলাশাসক দীপাপ প্রিয়া পি। প্রাথমিক ভাবে এই সহায়তা কেন্দ্র সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। দুজন করে মহিলা পুলিশ কর্মী সেখানে উপস্থিত থাকবেন। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, বি গার্ডেন, সাঁতরাগাছি এবং কাজীপাড়ায় যেখানে মানুষের ভিড় বেশি থাকে সেইসব পাঁচটি জায়গায় এই বুথ চালু করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, এক মাসের মধ্যে এই ধরনের ১৮ টি মহিলা সহায়তা কেন্দ্র চালু করা হবে। লক্ষ্য থাকবে প্রত্যেক থানায় এলাকায় একটি করে বুথ চালু করা।


কী উদ্দেশ্যে করা হল পিঙ্ক বুথ? রাস্তায় মহিলারা বিপদে পড়লে সব সময় থানায় যেতে পারেন না। তাই এই বুথে যোগাযোগ করলে পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় থানা এবং মহিলা থানাকে সতর্ক করে দিতে পারবে। এছাড়াও শহরের নিরাপত্তা বাড়াতে ইলেকট্রিক্যাল সাইকেল দিয়ে মহিলা পুলিশের নজরদারি চালু করা করা হয়েছে। এর পাশাপাশি মহিলা পুলিশের বাইক বাহিনী উইনারস টিম কাজ করছে।


এদিকে নারী দিবসে রাজ্য সরকারের তীব্র সমালোচনায় সরব হল বাম ও বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এদিন অর্থমন্ত্রী ও তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,  "মমতা মেয়েদের নিয়ে অনেক কিছু ভাবেন। একটা দিনই নারী নিরাপত্তা নিয়ে ভাবলে হবে না। সারা বছরই ভাবতে হবে।'' নারী দিবসে রবীন্দ্রসদনে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, জুন মালিয়া, মালা রায়, বীরবাহা হাঁসহা, দোলা সেন, সায়নী ঘোষেরা। পরে তৃণমূল নেত্রীরা মিছিল করেন বিডলা প্ল্যানেটোরিয়াম থেকে ডোরিনা ক্রসিং পর্য়ন্ত। মিছিল থেকে স্লোগান ওঠে মহিলাদের জন্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে।


আরও পড়ুন: Malda News: বারবার বিতর্কে, কেন এত বেপরোয়া সিভিক ভলান্টিয়ার? মালদাকাণ্ডে ফের প্রশ্ন